এক ঝলকে আমেরিকার বিশেষ কিছু খবর

Your browser doesn’t support HTML5

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন অ্যাঙ্গোলা সফর করছেন। ক্ষমতায় থাকাকালীন সময়ে সাহারার মরুর নিম্নাঞ্চলে এটাই তার প্রথম এবং একমাত্র সফর। এই সফরে লক্ষ্য হচ্ছে যুক্তরাষ্ট্র-সমর্থিত একটি রেলওয়ে প্রকল্পের দিকে মনোনিবেশ করা যার লক্ষ্য চীনের গুরুত্বপূর্ণ খনিজের উপর নির্ভরশীলতা কমিয়ে আনা।

যুক্তরাষ্ট্রের দু'জন কর্মকর্তা ভয়েস অফ আমেরিকাকে জানিয়েছেন, প্রেসিডেন্ট জো বাইডেন ইউক্রেনকে সহায়তা এবং আমেরিকান অস্ত্রের মজুদ পূরণের জন্য কংগ্রেসের কাছে অতিরিক্ত ২৪ বিলিয়ন ডলার চেয়েছেন তবে কিছু রিপাবলিকান এই অনুরোধের বিরোধিতা করছেন। যুক্তরাষ্ট্র সোমবার ঘোষণা করেছে যে তারা ইউক্রেনে ৭২৫ মিলিয়ন ডলারের সামরিক সহায়তা প্যাকেজ পাঠাচ্ছে।

নিউইয়র্কে রাজ্যের কিছু অংশে সাম্প্রতিক দিনগুলোতে প্রায় ১দশমিক ২ মিটার তুষারপাতের পরে আরও তুষারপাতের সম্ভবনায় তারা প্রস্তুত হচ্ছে। ওহাইও, নিউ ইয়র্ক ও পেনসিলভানিয়ার কিছু অংশে মঙ্গলবার রাত পর্যন্ত তুষারপাতের সতর্কতা জারি করা হয়েছে।