"অশুভ কর্মকাণ্ড ও অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি” এড়াতে সীমান্তে বিজিবির নজরদারি জোরদার

ভারত–বাংলাদেশ সীমান্ত (ফাইল ছবি)

যেকোনো ধরনের “অশুভ কর্মকাণ্ড ও অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি” ঠেকাতে সীমান্তে নজরদারি জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

ত্রিপুরার রাজধানী আগরতলায় বাংলাদেশ সহকারী হাইকমিশনে উগ্রবাদী হিন্দুত্ববাদীদের হামলার একদিন পর মঙ্গলবার (৩ ডিসেম্বর) বিজিবি সদর দপ্তর থেকে একটি সংক্ষিপ্ত বিবৃতি দেওয়া হয়।

হিন্দু সংঘর্ষ সমিতি নামের একটি সংগঠনের আহ্বানে ভারতের উত্তর–পূর্বাঞ্চলীয় ত্রিপুরা রাজ্যের উত্তর আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশন প্রাঙ্গণে ভাংচুর করা হয়েছে এবং বাংলাদেশের জাতীয় পতাকা নামিয়ে ফেলা হয়েছে বলে ভারতীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে।

এই ঘটনার প্রেক্ষিতে ভারত সরকার সোমবার একটি বিবৃতিতে বলেছে, "নয়া দিল্লিতে বাংলাদেশ হাইকমিশন এবং সারা দেশে অন্যান্য উপ বা সহকারী হাইকমিশনগুলোর জন্য নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে পদক্ষেপ নিচ্ছে।"

সম্প্রতি রাষ্ট্রদ্রোহের অভিযোগে ইসকনের সাবেক নেতা চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেপ্তারের পর ভারত ও বাংলাদেশের মধ্যে উত্তেজনা চরম আকার ধারণ করেছে। গত ২৭ নভেম্বর চট্টগ্রামে আদালতের বাইরে সংঘর্ষের সময় নিহত হন সরকারি আইনজীবী সাইফুল ইসলাম আলিফ (৩২)।

বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র ও ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর জামিন শুনানিতে তার পক্ষে কোনো আইনজীবী না থাকায় শুনানির তারিখ পিছিয়ে আগামী ২ জানুয়ারি নির্ধারণ করেছে আদালত।