ট্রাম্প লেবানিজ আমেরিকান মাসাদ বুলোসকে মধ্যপ্রাচ্য উপদেষ্টা পদে নিয়োগ দিলেন

প্রেসিডেন্ট ইলেক্ট ডনাল্ড ট্রাম্প ২০২৪ সালের ১ নভেম্বর মিশিগানের ডিয়ারবর্নে একটি ইভেন্টের সময় মাসাদ বুলোসের বক্তব্য শোনার সময় অটোগ্রাফ দিচ্ছেন। ১ নভেম্বর, ২০২৪। ফাইল ছবি।

ট্রাম্পের জামাতার বাবা, লেবাননের একজন ব্যবসায়ী মাসাদ বুলোসকে মধ্যুপ্রাচ্য বিষয়ক উপদেষ্টা হিসেবে নিয়োগ দিলেন প্রেসিডেন্ট ইলেক্ট ডনাল্ড ট্রাম্প।

ট্রাম্প সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথে লিখেছেন, “মাসুদ একজন দক্ষ আলোচক এবং মধ্যপ্রাচ্যে শান্তির একজন অবিচল প্রবক্তা।” ইসরায়েল এবং হামাসের মধ্যে সংঘাত এক বছরের বেশি সময় ধরে মধ্যপ্রাচ্যকে জর্জরিত করছে।

দীর্ঘদিনের রিপাবলিকান বুলোস নাইজেরিয়ায় অটোমোবাইল বিক্রি করে তার ভাগ্য তৈরি করেছেন। ২০২২ সালে ডনাল্ড ট্রাম্পের মেয়ে টিফানির সাথে তার ছেলে মাইকেল বুলোসের বিয়ে তাকে নবনির্বাচিত ধনকুবেরের অভ্যন্তরীণ বৃত্তে নিয়ে যায়।

বুলোস প্রেসিডেন্ট নির্বাচনী প্রচারে সক্রিয়ভাবে অংশ নিয়েছিলেন; কয়েকটি গুরুত্বপূর্ণ রাজ্যের আরব সম্প্রদায়কে ট্রাম্পের পক্ষে ভোট দেয়ার জন্য রাজি করানোর কাজ করেছেন।

ট্রাম্প বলেন, “মাসাদ একজন দক্ষ আইনজীবী এবং আন্তর্জাতিক মঞ্চে ব্যাপক অভিজ্ঞতাসম্পন্ন অত্যন্ত সম্মানিত ব্যবসায়ী নেতা।” ট্রাম্প ২০ জানুয়ারি দায়িত্ব নিতে যাচ্ছেন।

ম্যারোনাইট খ্রিস্টান বুলোস লেবাননের সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হওয়ার চেষ্টা করেছিলেন, কিন্তু সফল হননি।

নির্বাচনী প্রচারণার সময় ট্রাম্প বারবার বলেছিলেন, তিনি ইসরায়েল ও হামাসের মধ্যকার সংঘাতের অবসান ঘটাবেন।

অক্টোবরে বুলোস বলেছিলেন, তিনিও এ ব্যাপারে একই দর্শন ধারণ করেন।

হামাস ও ইরানের মিত্র লেবাননের শিয়া ইসলামি আন্দোলন হিজবুল্লাহর সাথে ইসরায়েলের যুদ্ধবিরতি উক্তির কয়েকদিন পর তাকে নিয়োগ দেয়া হলো।

লেবাননের এই যুদ্ধবিরতি কয়েক সপ্তাহ ধরে ক্ষমতায় থাকা জো বাইডেনের প্রশাসনকে মধ্যপ্রাচ্যের অগ্রগতির আশা জোগাচ্ছে।

হোয়াইট হাউসের বর্তমান জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জেইক সালিভান রবিবার বলেন, লেবানন চুক্তির পরিপ্রেক্ষিতে যুক্তরাষ্ট্র গাজায় ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতির জন্য ‘সক্রিয়ভাবে’ কাজ করছে। কিন্তু “আমরা এখনো সে জায়গায় পৌছাইনি”, বলেন তিনি।