এক ঝলকে আমেরিকার বিশেষ কিছু খবর

Your browser doesn’t support HTML5

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন রবিবার ঘোষণা করেছেন যে তিনি তার ছেলে হান্টার বাইডেনকে রাষ্ট্রীয় ক্ষমা প্রদান করেছেন। হান্টার এ মাসে দুটি ফেডারেল মামলায় সাজার মুখোমুখি হন। বাইডেন আগে এ ধরণের পদক্ষেপ না নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন। তবে রবিবার এক বিবৃতিতে বলেন, এই পদক্ষেপটি তিনি জবাব এবং অন্যায্য বিচারের প্রতিক্রিয়া হিসাবে নিয়েছেন।

বাইডেন বাবা হিসেবে যে হান্টার বাইডেনকে ক্ষমা করেছেন যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ইলেক্ট ডনাল্ড ট্রাম্প তার সমালোচনা করেছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে ট্রাম্প এই পদক্ষেপকে “অপব্যবহার ও বিচারের ব্যর্থতা ” বলে অভিহিত করেছেন

চীন যুক্তরাষ্ট্রকে তাইওয়ান নিয়ে “রেড লাইন” অতিক্রম না করার হঁশিয়ারি দিয়েছে এবং তাইওয়ানের স্বাধীনতাকামী বিচ্ছিন্নতাবাদী বাহিনীকে সমর্থন দেয়া বন্ধের আহ্বান জানিয়েছে। তাইওয়ানের প্রেসিডেন্ট লাই চিং-তে শনিবার হাওয়াই সফর করার পর সোমবার চীন এ মন্তব্য করে। চীন তাইওয়ানকে নিজেদের ভূখণ্ড বলে দাবি করে।