১৫ আগস্ট আর জাতীয় ছুটি থাকছে নাঃ আপিল বিভাগ

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান (ফাইল ছবি)

২০০৮ সালে জাতীয় শোক দিবস উপলক্ষে ১৫ আগস্টকে জাতীয় ছুটি ঘোষণা করে হাইকোর্টের দেওয়া আদেশ সোমবার (২ ডিসেম্বর) স্থগিত করেছেন আপিল বিভাগ।

অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার অনিক আর হক বিষয়টি নিশ্চিত করে জানান, হাইকোর্টের আদেশের বিরুদ্ধে করা আবেদনের শুনানি নিয়ে প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন ছয় বিচারপতির আপিল বেঞ্চ এ আদেশ দেন।

এর আগে হাইকোর্টের আদেশের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ আপিল করে।

১৯৯৬ সালে তৎকালীন আওয়ামী লীগ সরকার শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের কয়েকজন সদস্যকে হত্যার দিন ১৫ আগস্টকে জাতীয় শোক দিবস এবং সরকারি ছুটির দিন হিসেবে ঘোষণা করে।

তবে বিএনপির নেতৃত্বাধীন চারদলীয় জোট সরকার ২০০২ সালে জাতীয় শোক দিবস ও ছুটি বাতিল করে।

২০০৮ সালে আওয়ামী লীগ সমর্থিত তিনজন আইনজীবী হাইকোর্টে একটি রিট আবেদন করেন। এরপর বিএনপি নেতৃত্বাধীন সরকারের সিদ্ধান্ত অবৈধ ঘোষণা করেন আদালত।

পরে আবার জাতীয় শোক দিবস ও সরকারি ছুটির ঘোষণা করা হয়।

হাইকোর্টে একটি আপিল দায়ের করা হয়েছিল, তাতে ১৫ আগস্টে সরকারি ছুটির উপর স্থগিতাদেশ দেওয়ার আবেদন করা হয়।

এর আগে অক্টোবর মাসে বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ মার্চের ভাষণকে শ্রদ্ধা জানিয়ে জাতীয় দিবস ৭ মার্চ এবং বঙ্গবন্ধু হত্যার শোক জানিয়ে ১৫ অগাস্টের শোক দিবসসহ আটটি জাতীয় দিবস পালন বাতিল করেছে অন্তর্বর্তী সরকার।