সিরিয়ার হোয়াইট হেলমেট অনুসারে ইদলিবে বিমান হামলায় চারজন নিহত 

Your browser doesn’t support HTML5

সিরিয়ার স্বেচ্ছাসেবক গোষ্ঠী হোয়াইট হেলমেট প্রকাশিত ভিডিওতে ইদলিব শহরের একটি আবাসিক এলাকায় বিমান হামলায় ক্ষতিগ্রস্ত বেশ কয়েকটি ভবন এবং যানবাহন দেখা যাচ্ছে। রবিবার, ১ ডিসেম্বর, ২০২৪।

সিরিয়ার সেনাবাহিনী সূত্র জানায়, এটি ছিল উত্তর সিরিয়ার বিদ্রোহী নিয়ন্ত্রিত শহর ইদলিবে রাশিয়া এবং সিরিয়ার সরকারের তীব্র বোমাবর্ষণের দ্বিতীয় দিন, যার লক্ষ্য আলেপ্পো শহরে প্রবেশকারী বিদ্রোহীদের কোণঠাসা করা।

ঘটনাস্থলে উদ্ধারকারীরা জানিয়েছেন, অন্তত চারজন নিহত এবং কয়েক ডজন মানুষ আহত হয়েছেন।

স্থানীয় বাসিন্দারা আরও বলেছেন যে হামলাগুলির মধ্যে একটি ইদলিবের কেন্দ্রস্থলে একটি জনাকীর্ণ আবাসিক এলাকায় আঘাত হানে, যেখানে প্রায় ৪০ লক্ষ মানুষ অস্থায়ী তাঁবু ও বাসস্থানে আশ্রয় নিচ্ছেন।

শনিবার, রাশিয়া এবং সিরিয়ার জেট বিমানগুলি ইদলিব প্রদেশের অন্যান্য শহরগুলিতে বোমাবর্ষণ করে, যা সম্পূর্ণরূপে বিদ্রোহীদের নিয়ন্ত্রণে চলে গেছে।

শুক্রবার রাতে বিদ্রোহীরা ইদলিব প্রদেশের পূর্বে আলেপ্পো শহরে প্রবেশ করে এবং সেনাবাহিনীকে সড়ে যেতে বাধ্য করে।

সিরিয়ার সেনাবাহিনী জানিয়েছে, হামলায় তাদের কয়েক ডজন সেনা নিহত হয়েছে।