তিবিলিসিতে জর্জিয়ান পুলিশ এবং ইইউ-পন্থী বিক্ষোভকারীদের সংঘর্ষ 

Your browser doesn’t support HTML5

ইউরোপীয় ইউনিয়নে যোগদানের জন্য জর্জিয়ান সরকারের আলোচনা বাতিলের প্রতিবাদে দেশটির রাজধানী তিবিলিসিতে শনিবার গভীর রাত পর্যন্ত বিক্ষোভ অব্যাহত ছিল। ৩০ নভেম্বর, ২০২৪।

বিক্ষোভকারীরা ব্যারিকেড তৈরি করে এবং পার্লামেন্টের বাইরে আতশবাজি পোড়ায় - যার মধ্যে কিছু ছিল দাঙ্গা পুলিশেকে উদ্দেশ্য করে।

দাঙ্গা পুলিশ জনতার উপর জলকামান ও টিয়ারগ্যাস নিক্ষেপ করে এবং ব্যারিকেড ভেঙে দেয়।

অন্তত একজন বিক্ষোভকারীকে আটক করা হয়েছে বলেও জানা গেছে।

একপর্যায়ে সংসদ ভবনে একটি ছোট অগ্নিকাণ্ডের ঘটনাও ঘটে, সম্ভবত আতশবাজির কারণেই।

ইইউপন্থী বিরোধীদের ভাষ্য মতে, গত মাসে অনুষ্ঠিত নির্বাচনে কারচুপি হওয়ায় পশ্চিমা বিরোধী শাসক দল পুনঃনির্বাচিত হয়। তার পর থেকে শনিবারের বিক্ষোভটি ছিল সবচেয়ে বড় মাত্রার।