থাইল্যান্ডের দক্ষিণাঞ্চলে বন্যায় আটকে পড়া শিশুকে উদ্ধার করা হয়েছে

Your browser doesn’t support HTML5

একটি থাই ফাউন্ডেশনের প্রকাশিত ফুটেজে তারা জানিয়েছে যে দক্ষিণ থাইল্যান্ডের একটি প্লাবিত বাড়ি থেকে একটি শিশুকে উদ্ধার করা হচ্ছে। শনিবার, ৩০ নভেম্বর।

রয়টার্স স্বাধীনভাবে তারিখ বা অবস্থান যাচাই করতে সক্ষম হয়নি।

পোহ টেক তুং ফাউন্ডেশন বেশ কয়েকটি স্থির চিত্রও প্রকাশ করেছে, যার মধ্যে একটিতে একই বাড়ির ছাদ থেকে একটি মেয়েকে উদ্ধার করতে দেখা গেছে।

থাইল্যান্ডের দক্ষিণাঞ্চলে, বন্যা প্রায় ৫,৩৪,০০০ পরিবারকে প্রভাবিত করেছে, শুক্রবার জানানো চারটি থেকে মৃতের সংখ্যা বেড়ে নয়টিতে পৌঁছেছে এবং দুর্যোগ প্রতিরোধ ও প্রশমন বিভাগ জানিয়েছে, ক্ষতিগ্রস্ত এলাকায় ২০০টি অস্থায়ী আশ্রয়কেন্দ্রে হাজার হাজার মানুষ আশ্রয় নিয়েছে।

রয়টার্স