ভয়েস অফ আমেরিকা জরিপের ফল চিন্তা ও বিবেচনার বিষয়ঃ এম এ মান্নান

এম এ মান্নান

অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়ার পর কেমন আছে বাংলাদেশ, এ নিয়ে কী ভাবছেন দেশের নাগরিকরা, এ বিষয়ে অক্টোবরের ১৩ থেকে ২৭ তারিখ, ভয়েস অফ আমেরিকা দেশব্যাপী একটি জরিপ করে।

এ জরিপটির ফলাফল সম্প্রতি প্রকাশিত হয়েছে।

পড়ুন

ভিওএ বাংলা জরিপঃ আওয়ামী লীগকে রাজনীতি করতে দেয়ার পক্ষে ৫৭% মানুষ

জরিপের ফলাফল নিয়ে অংশীজনদের মন্তব্য ও বিশ্লেষণ ধারাবাহিকভাবে প্রকাশ করছে ভয়েস অফ আমেরিকা বাংলা।

এম এ মান্নান
সাবেক পরিকল্পনা মন্ত্রী


ভয়েস অফ আমেরিকা: বাংলাদেশের ৫৭ শতাংশ মানুষ রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার বিপক্ষে আর ৩৫.৫ শতাংশ চান আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হোক। সম্প্রতি ভয়েস অফ আমেরিকা বাংলা'র এক জরিপে এ তথ্য বেরিয়ে এসেছে। রক্তক্ষয়ী আন্দোলনের মাধ্যমে ক্ষমতাচ্যুত একটি রাজনৈতিক দলকে নিষিদ্ধ না করার পক্ষে অধিকাংশ মানুষ মত দিয়েছেন, এ বিষয়টি ব্যাখ্যা করবেন?

এম এ মান্নান: আমি বাংলাদেশের একজন জেষ্ঠ্য নাগরিক। আশি ছুঁইছুঁই বয়স আমার। আমি বাংলাদেশ আওয়ামী লীগের একজন কর্মী-সদস্য। যে সংখ্যার কথা বললেন এর সঙ্গে তো আমার সম্পৃক্ততা নেই। এটা ভয়েস অফ আমেরিকার জরিপ। যদি এই সংখ্যা সঠিক হয়ে থাকে তাহলে অবশ্যই চিন্তার কারণ আছে। যদিও সঠিক না হওয়ার কোনো কারণ নেই। কারণ ভয়েস অফ আমেরিকা একটা সম্মানিত সংস্থা। নিশ্চয়ই তারা গভীরভাবে পর্যালোচনা করেছেন। ফলে রাজনৈতিকভাবে যে যে দলই করি না কেন এটা অবশ্যই আমাদের সবার জন্যই জন্য ভাবনার বিষয়। বাংলাদেশ আওয়ামী লীগের সদস্য হিসাবে এটা আমার জন্য আরও বেশি চিন্তার ও বিবেচনার বিষয়।

ভয়েস অফ আমেরিকা: আওয়ামী লীগের বর্তমান নেতাদের রাজনীতিতে নিষিদ্ধ করার পক্ষে জরিপে অংশগ্রহণকারীদের ৪৬.৮ শতাংশ। এদের মধ্যে ৫৪.৫ শতাংশ চান আওয়ামী লীগের এই নেতাদের আজীবনের জন্য রাজনীতি থেকে নিষিদ্ধ করা হোক। দল হিসেবে অধিকাংশ মানুষ আওয়ামী লীগকে নিষিদ্ধ না করার পক্ষে হলেও আওয়ামী লীগ নেতাদের রাজনীতি থেকে নিষিদ্ধ করা দেখতে চায় ৪৬.৮ শতাংশ মানুষ যাদের অর্ধেকের বেশি আওয়ামী লীগ নেতাদের আজীবন নিষিদ্ধের পক্ষে। এ বিষয়টি নিয়ে আপনার বিশ্লেষণ জানতে চাই।

এম এ মান্নান: এটা ভেরি ইন্টারেস্টিং। কারণ ব্যক্তি পর্যায়ে এবং দলীয় পর্যায়ে দুটো ভিন্ন মত এখানে পরিস্কার। ব্যক্তি পর্যায়ে আমাদের যারা নেতৃবৃন্দ আছেন, এখানে তাদের বিষয়ে ধারণা নেতিবাচক হিসাবে এসেছে। এটাও একটা গভীর চিন্তার বিষয়। আমি তো দলের মধ্যে বসবাস করা মানুষ। তবে আমি ব্যক্তিগত ভাবে মনে করি- এই বাইরে যারা মত দিয়েছেন তারা নিরপেক্ষ মানুষ, দেশের নাগরিক। এটাকে তারা নিশ্চয়ই অবজেক্টিভলি বা বাস্তবভিত্তিতে বিচার করবেন।

আমার দলের নেতৃবৃন্দ যারা আছেন, তারা কোথায় আছেন জানি না। তবে যেখানেই থাকুন তাদের এখানে শিক্ষণীয় আছে। এখান থেকে শিখে তারা পরবর্তী কৌশল যে নির্ধারণ করবেন, সেখানে এই বিষয়টা (ভয়েস অফ আমেরিকার জরিপ) মনে রাখবেন বলে আমি মনে করি। এই সংখ্যাটা (জরিপের ফলাফল) অত্যন্ত গভীর ও সুদূরপ্রসারী যে অধিকাংশ মানুষ মনে করে দল হিসাবে থাকতে পারে কিন্তু দল যারা পরিচালনা করছেন তাদের সম্পর্কে মানুষের সংশয়, সন্দেহ আছে। ভয়েস অফ আমেরিকার জরিপ বা এই তথ্যের ভিত্তিতে এটা অস্বীকার করার কোনো উপায় নেই। এটা আমাদের স্বীকার করতেই হবে।

(এই সাক্ষাৎকার নিয়েছেন হাসিবুল হাসান।)