বাংলাদেশে জুলাই মাসে ছাত্র-জনতার আন্দোলনের সময় সংযুক্ত আরব আমিরাতে (ইউএই) মিছিল ও বিক্ষোভ করার দায়ে আটক আরও ৭৫ জন প্রবাসী বাংলাদেশিকে মুক্তি দিয়েছে দেশটির সরকার। এ নিয়ে মিছিল ও বিক্ষোভ করার দায়ে আটক মোট ১৮৮ জন প্রবাসী মুক্তি পেলেন।
শুক্রবার (২৯ নভেম্বর) প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের তথ্য কর্মকর্তা শেফায়েত হোসেনের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।
প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের হস্তক্ষেপের পর বৃহত্তর প্রচেষ্টার অংশ হিসেবে তাদের মুক্তি দেওয়া হয়েছে।
মুক্তি পাওয়া ৭৫ জন বাংলাদেশি এক সপ্তাহের মধ্যে দেশে ফিরতে পারেন।
এর আগে বাংলাদেশে জুলাই-অগাস্টে ছাত্র-জনতার আন্দোলনের সময় মিছিল ও বিক্ষোভ করার দায়ে আটক ১১৩ জনকে মুক্তি দেয় আমিরাত সরকার। তারা ইতিমধ্যে বাংলাদেশে ফিরে এসেছেন।
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার শাসনামলের বিরুদ্ধে প্রতিবাদে বাংলাদেশে ছাত্র আন্দোলন ছড়িয়ে পড়লে সংযুক্ত আরব আমিরাতে বসবাসরত ওই বাংলাদেশিরা বিক্ষোভ করে সংহতি প্রকাশ করেছিল।
সে সময় সংযুক্ত আরব আমিরাত কর্তৃপক্ষ বেশ কয়েকজন বিক্ষোভকারীকে আটক করে। পরে আবুধাবি ফেডারেল আদালত ৫৭ জনকে ১১ বছর থেকে শুরু করে যাবজ্জীবন পর্যন্ত কারাদণ্ড দেয়।
২০২৪ সালের ৫ অগাস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর ড. ইউনূসের নেতৃত্বাধীন প্রশাসন এসব বন্দির মুক্তিকে অগ্রাধিকার দেয়। ড. ইউনূস ব্যক্তিগতভাবে সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্টের সঙ্গে যোগাযোগ করেন।