এক ঝলকে আমেরিকার বিশেষ কিছু খবর

Your browser doesn’t support HTML5

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন বৃহস্পতিবার বলেছেন, তিনি আশা করছেন প্রেসিডেন্ট ইলেক্ট ডনাল্ড ট্রাম্প মেক্সিকো ও কানাডার পণ্যের ওপর শুল্ক আরোপের পরিকল্পনা পুনর্বিবেচনা করবেন। বাইডেন বলেন এতে ঘনিষ্ঠ মিত্রদের সঙ্গে সম্পর্ক “নষ্ট হয়ে যেতে পারে।”

মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লডিয়া শায়িনবাউম বৃহস্পতিবার বলেছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে শুল্ক যুদ্ধ এড়ানো যাবে বলে তিনি বিশ্বাস করেন। তবে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ইলেক্ট ডনাল্ড ট্রাম্পের সঙ্গে ফোনে আলোচনার পরদিন দেয়া তার বিবৃতিতে তিনি স্পষ্ট করে বলেননি দু'জনের মধ্যে সুনির্দিষ্ট কোনো আলোচনা হয়েছে কিনা।

জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবা শুক্রবার বলেছেন, তিনি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ইলেক্ট ট্রাম্পের সঙ্গে “খোলামেলা আলোচনা” করবেন। তিনি বলেন, “অবাধ ও উন্মুক্ত প্রশান্ত মহাসাগর” নিশ্চিত করতে তাদের মধ্যে সহযোগিতা অত্যাবশ্যক।