এক ঝলকে আমেরিকার বিশেষ কিছু খবর

Your browser doesn’t support HTML5

চীনে অনেক বছর ধরে বন্দি তিন আমেরিকান নাগরিককে তারা মুক্তি দিয়েছে। যুক্তরাষ্ট্র সরকার বলছে ঐ তিনজনকে অন্যায়ভাবে আটক রাখা হয়েছিল। ওদিকে চীন বৃহস্পতিবার ঘোষণা করেছে যে যুক্তরাষ্ট্র চারজনকে চীনে ফেরত পাঠিয়েছে, যার মধ্যে তিনজনকে “অন্যায়ভাবে আটক” রাখা হয়েছিল।

যুক্তরাষ্ট্রের দুই কর্মকর্তা বুধবার জানিয়েছেন, বাইডেন প্রশাসন ইউক্রেনের জন্য ৭২৫ মিলিয়ন ডলারের অস্ত্র প্যাকেজ প্রস্তুত করছে। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, এই প্যাকেজে যুদ্ধাস্ত্রের পাশাপাশি ল্যান্ডমাইনসহ বিভিন্ন ট্যাংক বিধ্বংসী অস্ত্র থাকবে।

আমেরিকান খুচরা বিক্রেতারা থ্যাঙ্কসগিভিং ছুটির পরের দিন ব্ল্যাক ফ্রাইডেতে ক্রেতাদের ভীড়ের জন্য প্রস্তুতি নিচ্ছে। বিশ্লেষকরা বলছেন তারা আশা করছেন এবারের ছুটির কেনাকাটার মরসুম ভাল যাবে। এদিকে, ওয়ালেটহাবের সাম্প্রতিক এক জরিপে দেখা গেছে, আমেরিকার ক্রেডিট কার্ডের ঋণ রেকর্ড ১দশমিক ১৭ ট্রিলিয়ন ডলারে পৌঁছেছে।