এক ঝলকে আমেরিকার বিশেষ কিছু খবর

Your browser doesn’t support HTML5

ইসরায়েল ও ইরান সমর্থিত গোষ্ঠী হিজবুল্লাহ উভয় পক্ষ যুক্তরাষ্ট্র ও ফ্রান্সের মধ্যস্থতায় একটি চুক্তি মেনে নেয়ার পর লেবাননে বুধবার যুদ্ধবিরতি কার্যকর হয়েছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন এই চুক্তিকে “সুসংবাদ”বলে অভিহিত করেছেন এবং আশা প্রকাশ করেছেন যে এই বিরতি গাজায় যুদ্ধ অবসানে সহায়ক হবে।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ইলেক্ট ডনাল্ড ট্রাম্পের নতুন “বর্ডার জার” টম হোমান মঙ্গলবার টেক্সাস-মেক্সিকো সীমান্ত পরিদর্শন করেন। তিনি সীমান্ত কর্মকর্তাদের প্রতি কৃতজ্ঞতা জানান এবং থ্যাঙ্কসগিভিং-এর খাবার পরিবেশন করেন । হোমান বলেন, অবৈধ অভিবাসীদের “ফেরত পাঠানোর ব্যাপক অভিযান” চালাতে হবে।

থ্যাঙ্কসগিভিং ছুটি উপলক্ষ্যে দেশের বিমানবন্দরগুলিতে ভীড় বেড়ে চলেছে যা ভ্রমণকারীদের ধৈর্যের পরীক্ষায় ফেলে দিয়েছে। বিমানবন্দরগুলোর নিরাপত্তা কর্মীরা সোমবার ২৫ লক্ষের বেশি মানুষকে সামলানোর পর মঙ্গলবার ২৮ লক্ষ এবং বুধবার ২৯ লক্ষের বেশি মানুষকে সিকিউরিটি চেক বা স্ক্রিনিং করার কথা ছিল।