পাকিস্তানে ইমরান খানের সমর্থকদের ওপর কাঁদানে গ্যাস ছোঁড়া হয়েছে

Your browser doesn’t support HTML5

কারাবন্দী পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানের মুক্তির দাবিতে তার সমর্থকরা ২৬ নভেম্বর মঙ্গলবার রাজধানী অবরুদ্ধ করে রাখা শিপিং কন্টেইনারের একটি রিং ভেঙে ফেলে এবং পাল্টা ব্যবস্থা হিসাবে বন্দুকের গুলি চালানোর সরকারি হুমকি সত্ত্বেও নিরাপত্তা বাহিনীর সাথে সংঘর্ষে জড়ায়।

সহিংসতায় ছয়জনের মৃত্যু হয়েছে।

রবিবার থেকে রাজধানী ও এর আশেপাশের এলাকায় ইমরান খানের সমর্থনে বিক্ষোভ দমনের চেষ্টায় নিরাপত্তা বাহিনীর হাজার হাজার সদস্য ইসলামাবাদের কেন্দ্রস্থলে ঢুকে পড়েছে।

জনপ্রিয় এই রাজনীতিবিদ এক বছরের বেশি সময় ধরে কারাগারে রয়েছেন এবং দেড় শতাধিক ফৌজদারি মামলার মুখোমুখি হয়েছেন। তার দল দাবি করে, এসব মামলা উদ্দেশ্যপ্রণোদিত। (এপি)