যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন মঙ্গলবার “চলমান রুশ আগ্রাসনের বিরুদ্ধে” ইউক্রেনের প্রতি ওয়াশিংটন ও রোমের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন। ইতালিতে জি-৭ সম্মেলনের ফাঁকে ব্লিংকেন ইতালির পররাষ্ট্রমন্ত্রী অ্যান্তোনিও তাজানির সঙ্গে বৈঠক করেন।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ইলেক্ট ডনাল্ড ট্রাম্প আগামী ২০ জানুয়ারি ৪৭তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নেবেন। সোমবার ইউএস ডিষ্ট্রিক্ট জাজ টানিয়া চুটকান সোমবার ট্রাম্পের বিরুদ্ধে ২০২০ সালের নির্বাচনকে উল্টে দেওয়ার চেষ্টার অভিযোগে দায়ের করা ফেডারেল ক্রিমিনাল মামলাটি খারিজ করে দিয়েছেন। এর আগে মামলার তদারকির দায়িত্বে থাকা প্রধান প্রসিকিউটর জ্যাক স্মিথ মামলাটি খারিজের উদ্যোগ নেন।
ফার্স্ট লেডি জিল বাইডেন আনুষ্ঠানিক রীতি অনুযায়ী সোমবার হোয়াইট হাউসের ক্রিসমাস ট্রিকে স্বাগত জানিয়েছেন। গাছটি ফ্রেজার ফার জাতের এবং সেপ্টেম্বর মাসে নর্থ ক্যারোলাইনায় যে হারিকেন হেলিন আঘাত হানে তা থেকে রক্ষা পায়।