চিন্ময় কৃষ্ণ দাসের জামিন নাকচে চট্টগ্রাম আদালত প্রাঙ্গণে চরম উত্তেজনা

Your browser doesn’t support HTML5

চট্টগ্রামে বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেফতার ও জামিন বাতিলের ঘটনার প্রতিবাদে ইসকন সমর্থকদের বিক্ষোভের কারণে পুলিশ ও ইসকন সমর্থকদের মধ্যে আদালত প্রাঙ্গণে তুমুল সংঘর্ষ হয়েছে।

মঙ্গলবার (২৬ নভেম্বর) চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে গ্রেপ্তারের প্রতিবাদে ঢাকা ও চট্টগ্রামসহ দেশের বিভিন্ন জেলায় বিক্ষোভ করছেন তার অনুসারীরা।

চট্টগ্রামের ষষ্ঠ মহানগর হাকিম আদালতে হাজির করা হলে শুনানি শেষে বিচারক কাজী শরীফুল ইসলাম তার জামিন নাকচ করার আদেশ দেন।

দুপুরের দিকে চিন্ময়কে বহনকারী পুলিশের গাড়ি ঘিরে ধরেন তার হাজারো সমর্থকরা।

প্রায় ৩ ঘণ্টা চলে উত্তেজনা, পুলিশ টিয়ার গ্যাস নিক্ষেপ করে ও হট্টগোল থামাতে লাঠিচার্জ করেছে।

বিক্ষোভ ঘিরে যাতে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সৃষ্টি না হয়, সেজন্য সতর্কতামূলকভাবে ঢাকা ও চট্টগ্রামে বিজিবি মোতায়েন করা হয়েছে।