বৈরুতে এক ভবনে ইসরায়েলি হামলার ফলে বিশাল বিস্ফোরণ

Your browser doesn’t support HTML5

বৈরুতের দক্ষিণাঞ্চলের শহরতলিতে সোমবার ইসরায়েলি হামলায় একটি ভবন তছনছ হয়ে গেছে। এই হামলার ফলে বড় বিস্ফোরণ ঘটে এবং আকাশে উঠতে থাকে ধোঁয়ার কুণ্ডলী। এই হামলার আগে ইসরায়েলি সামরিক বাহিনী এক্স হ্যান্ডেলে সতর্কতা জারি করেছিল।

লেবাননের সংসদের ডেপুটি স্পিকার ইলিয়াস বাউ সাব সোমবার রয়টার্সকে বলেছেন, ইসরায়েল এবং লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর মধ্যে লড়াই শেষ করতে যুক্তরাষ্ট্র-প্রস্তাবিত ৬০ দিনের যুদ্ধবিরতি বাস্তবায়ন শুরু করতে “কোন গুরুতর বাধা” নেই।

কূটনৈতিক উত্তেজনার পাশাপাশি সংঘাতও তীব্রতর হয়েছে।

সপ্তাহান্তে ইসরায়েল একাধিক জোরালো বিমান হামলা চালিয়েছে; একটি হামলায় বৈরুতের মধ্যাঞ্চলে কমপক্ষে ২৯ জন নিহত হয়েছে। এদিকে, ইরানের সাহায্যপুষ্ট হিজবুল্লাহ রবিবার তাদের অন্যতম বৃহৎ রকেট হামলা করেছে; ২৫০টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে তারা। (রয়টার্স)