নিউজিল্যান্ডের সৈকতে আটকে পড়া তিমিদের উদ্ধার

Your browser doesn’t support HTML5

নিউজিল্যান্ডের সৈকতে আটকে পড়া ৩০টির বেশি পাইলট তিমি নিরাপদে সমুদ্রে ফিরে গেছে। সে দেশের সংরক্ষণ কর্মী ও বাসিন্দারা পাতের উপর তাদের তুলে ধরে ভেসে থাকতে সাহায্য করার পর তারা গভীর পানির দিকে রওনা দেয়। রবিবার, ২৪ নভেম্বর।

নিউজিল্যান্ডের সংরক্ষণ সংস্থা বলেছে, চারটি পাইলট তিমি মারা গেছে।

নিউজিল্যান্ডের সৈকতে তিমিরা প্রায়শই আটকে পড়ে এবং বিশেষ করে আটকে পড়ে পাইলট তিমিরা।

সৈকতে আটকে প্রাণ হারানো তিনটি প্রাপ্তবয়স্ক তিমি ও একটি শাবকের জন্য সোমবার মাওরিতে সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে। (এপি)