জামিন পেয়েছেন সাবেক পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান

সাবেক পরিকল্পনামন্ত্রী এম এ মানান

বিএনপির কার্যালয় ভাঙচুর ও অগ্নিসংযোগ মামলায় জামিন পেয়েছেন সাবেক পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।

সোমবার (২৫ নভেম্বর) জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট নির্জন কুমার মিত্রের আদালতে জামিনের আবেদন করলে সেটা মঞ্জুর করেন আদালত।

এসময় আদালতে সাবেক পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান উপস্থিত ছিলেন।

এম এ মান্নানের আইনজীবী খায়রুল কবির রুমেন বলেন, "ঘটনার সময় সাবেক পরিকল্পনামন্ত্রী ঢাকায় ছিলেন এবং শারীরিকভাবে অসুস্থও ছিলেন।

তিনি দাবি করেন, "বিএনপি নিজেরাই নিজেদের কার্যালয় ভাঙচুর ও অগ্নিসংযোগ করে এ মামলা দায়ের করেছে।"

মামলার কোনো সুস্পষ্ট প্রমাণ দেখাতে না পারায় এম এ মান্নানের জামিন মঞ্জুর করেছেন আদালত।

গত ১৯ নভেম্বর সুনামগঞ্জের জগন্নাথপুরে বিএনপির কার্যালয় ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগে সাবেক পরিকল্পনামন্ত্রীসহ ৪৯ জনকে আসামি করে মামলা করেন স্থানীয় ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুন নুর।

এর আগে বৈষম্যবিরোধী আন্দোলনে শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনার মামলায় ২০ দিন কারাবাস শেষে জামিনে বের হন এম এ মান্নান।