পত্রিকা অফিসে ভাংচুর বা বন্ধের জন্য চাপ সহ্য করবে না অন্তর্বর্তীকালীন সরকার: নাহিদ

তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম

কোনো পত্রিকা অফিসে ভাঙচুর করা, পত্রিকা বন্ধের জন্য চাপ প্রয়োগ করা সরকার সমর্থন করে না, সোমবার (২৫ নভেম্বর) প্রধান উপদেষ্টার প্রেস উইং আয়োজিত নিয়মিত সংবাদ ব্রিফিং-এ এমনটা বলেছেন তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম।

রবিবার ঢাকার কারওয়ান বাজার এলাকায় অবস্থিত দৈনিক প্রথম আলো পত্রিকার কার্যালয়ের সামনে একদল বিক্ষোভকারী অবস্থান নেয় এবং পরে বিক্ষোভকারীদের সরিয়ে দিতে গেলে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে তাদের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।

এক পর্যায়ে আইনশৃঙ্খলা বাহিনী বিক্ষোভকারীদের লক্ষ্য করে কাঁদানে গ্যাস ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে।

এছাড়া সোমবার রাজশাহীতে দৈনিক প্রথম আলো কার্যালয়ের দিকে ইট-পাটকেল নিক্ষেপ করেছে একদল ব্যক্তি।

এসময় কার্যালয়ের সামনের সাইনবোর্ডও ভাঙচুর করে তারা। তবে এ ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম বলেন, "প্রথম আলো নিয়ে একটি উত্তেজনা দেখতে পাচ্ছি কয়েক দিন ধরে। গতকালও এ রকম উত্তেজনা তৈরি হয়েছিল অফিসের সামনে। আজকে রাজশাহীতে তাদের অফিসে ভাঙচুর হয়েছে এবং চট্টগ্রাম ও বাহ্মণবাড়িয়াসহ বিভিন্ন জায়গায় বিক্ষোভ হয়েছে।"

সরকারের পক্ষ থেকে নাহিদ ইসলাম জানিয়েছেন, কোনো গণমাধ্যম বা পত্রিকার বিরুদ্ধে যদি জনগণের কোনো অংশের অভিযোগ থাকে, ক্ষোভ থাকে, তারা সেটি প্রকাশ করতে পারে, তবে সেটি অবশ্যই শান্তিপূর্ণভাবে হতে হবে।

ভাঙচুরের ঘটনায় জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে ঘোষণা দেন তথ্য উপদেষ্টা।

এদিকে প্রথম আলো, ডেইলি স্টার কার্যালয়ের সামনে অবস্থান, হামলা ও ভাঙচুরের ঘটনায় সংবাদমাধ্যমের স্বাধীনতা চরম আক্রমণের মুখে বলে মন্তব্য করেছে সংবাদপত্রের মালিকদের সংগঠন নিউজপেপার ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (নোয়াব)।

এ পরিস্থিতিতে উদ্বেগ প্রকাশ করে এ ধরনের ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে সংগঠনটি।