থাইল্যান্ডে খাঁচায় বন্দি বানরদের জন্য ভোজের আয়োজন

Your browser doesn’t support HTML5

থাইল্যান্ডের লোপবুরির প্রাচীন মন্দিরের কাছে খাঁচায় বন্দি ও মুক্ত বানরদের বার্ষিক ভোজ উৎসব উপলক্ষ্যে টাটকা ফল ও সবজি দেওয়া হয়েছে। রবিবার, ২৪ নভেম্বর।

গত চার বছর ধরে বানররা তাণ্ডব চালিয়েছে। তারপর এগুলিকে ধরে বন্ধ্যা করা হয়। এই উদ্যোগের পর এই প্রথম এমন উৎসব আয়োজন করেছে শহরটি।

ম্যাকাকগুলি (সৌভাগ্য নিয়ে আসে বলে বিশ্বাস করা হয়) কাছাকাছি বনে বাস করে এবং দীর্ঘদিন ধরে এই শহরের ইতিহাসের একটি অংশ।

তবে, ২০২২ সালের মাঝামাঝি লোপবুরি অতিমারিজনিত লকডাউন থেকে বেরিয়ে আসার পর এখানকার বাসিন্দারা লক্ষ্য করেন, কেউ খেতে না দেয়ার ফলে বানররা উচ্ছৃঙ্খল হয়ে উঠেছে।

চলতি বছরে পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে সরকারি প্রচারের পর লোপবুরির বাঁদুরে বিশৃঙ্খলা শেষ পর্যন্ত নিয়ন্ত্রণে এসেছে এবং প্রায় ১৬০০ বানরকে খাঁচায় বন্দি করা হয়েছে। (রয়টার্স)