ট্রাম্প ডানপন্থি গবেষণা প্রতিষ্ঠানের প্রধানকে পরবর্তী কৃষিমন্ত্রী হিসেবে মনোনীত করেছেন

দ্য আমেরিকা ফার্স্ট পলিসি ইন্সটিটিউট-এর প্রধান নির্বাহী ব্রুক রলিন্স নির্বাচনি প্রচারণার সময় নিউ ইয়র্কে রিপাবলিকান দলের সমাবেশে ভাষণ দিচ্ছেন। ফাইল ফটোঃ ২৭ অক্টোবর, ২০২৪।

যুক্তরাষ্ট্রের নব-নির্বাচিত প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প ব্রুক রলিন্সকে আগামী প্রশাসনের কৃষি মন্ত্রী হিসেবে বেছে নিয়েছেন। রলিন্স ডানপন্থি গবেষণা প্রতিষ্ঠান দ্য আমেরিকা ফার্স্ট পলিসি ইন্সটিটিউট-এর প্রধান নির্বাহী।

“আমেরিকার কৃষকরা সত্যিকার অর্থে আমাদের দেশের মেরুদণ্ড এবং আমাদের পরবর্তী কৃষিমন্ত্রী হিসেবে, ব্রুক তাদের সুরক্ষা দেবার প্রচেষ্টায় নেতৃত্ব দেবে,” ট্রাম্প এক বিবৃতিতে বলেন।

সেনেট তার মনোনয়ন অনুমোদন করলে, রলিন্স ১০০,০০০ কর্মকর্তা-কর্মচারীর এই মন্ত্রণালয়ের নেতৃত্বে দেবেন, যাদের দেশের প্রতিটি কাউন্টিতে অফিস আছে। কৃষি ডিপার্টমেন্টের কাজের আওতায় আছে কৃষি এবং পুষ্টি কার্যক্রম, বন, গৃহ এবং খামার অর্থায়ন, খাদ্য নিরাপত্তা, গ্রামীণ উন্নয়ন, কৃষি গবেষণা, বাণিজ্য এবং আরও অনেক কিছু। আগের অর্থ বছরে (২০২৪) কৃষি ডিপার্টমেন্টের প্রায় ৪৪ হাজার কোটি ডলারের বাজেট ছিল।

মনোনীত মন্ত্রীর অ্যাজেন্ডা গ্রামীণ এবং শহুরে আমেরিকানদের খাদ্যাভ্যাস এবং খরচের উপর প্রভাব ফেলবে। অন্যান্য কাজরে মধ্যে কৃষি ডিপার্টমেন্টের কর্মকর্তা-কর্মচারীরা বাণিজ্য চুক্তি নিয়ে দর কষাকষি করে, খাদ্যাভ্যাস এবং পুষ্টি নিয়ে প্রস্তাব দেয়, মাংসর মান পরীক্ষা করে, বন-জঙ্গলে অগ্নিককাণ্ড মোকাবেলা করে এবং গ্রামীণ এলাকায় ব্রডব্যান্ড সেবার তদারকি করে।

“আমেরিকান কৃষকদের সমর্থন করতে, খাদ্যে আমেরিকার স্বয়ংসম্পূর্ণতা রক্ষা করতে এবং আমেরিকার কৃষি-নির্ভর ছোট শহরগুলোকে পুনরায় সমৃদ্ধ করতে ব্রুকের অঙ্গীকারের তুলনা নেই,” ট্রাম্প তাঁর বিবৃতিতে বলেন।

দ্য আমেরিকা ফার্স্ট পলিসি ইন্সটিটিউট-এর সদস্যরা নির্বাচনের সময় ট্রাম্প প্রচারণা দলের সাথে নিবিড়ভাবে কাজ করেছে এবং তাঁর আগামী প্রশাসনের নীতি নির্ধারণে সহায়তা করেছে।

প্রাক্তন প্রেসিডেন্ট ট্রাম্পের প্রথম মেয়াদকালে ব্রুক রলিন্স ডোমেস্টিক পলিসি কাউন্সিলের সভাপতি ছিলেন।

কৃষিমন্ত্রী হিসেবে রলিন্স প্রশাসনকে উপদেশ দেবেন কীভাবে জৈব জ্বালানির জন্য ট্যাক্স ছাড় বাস্তবায়ন করা যায় বা করা উচিত হবে কিনা, যখন এই খাত বিমান পরিবহনের জন্য নবায়নযোগ্য জ্বালানি তৈরি করে অগ্রসর হতে চাচ্ছে।

যুক্তরাষ্ট্র-মেক্সিকো-কানাডার মধ্যে ত্রিপক্ষীয় বাণিজ্য চুক্তি নবায়ন নিয়ে আগামী বছরের আলোচনা মনোনীত মন্ত্রী পরিচালনা করবেন। এই আলোচনার উপর বিতর্ক ঝুলে আছে, কারণ মেক্সিকো জিনগতভাবে পরিবর্তিত (জিএম) ভুট্টা আমদানি আটকানোর চেষ্টা করছে এবং কানাডা ডেইরি পণ্যের উপর কোটা আরোপ করেছে।

ট্রাম্প পুনরায় বলেছেন, তিনি ব্যাপক আমদানি কর আরোপ করবেন যা কৃষি খাতের উপর প্রভাব ফেলবে।