শনিবার, ২৩ নভেম্বর, সশস্ত্র বাহিনীর বিশেষ ক্ষমতা আইন (এএফএসপিএ) বাতিলের দাবিতে ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় মণিপুর রাজ্যের রাস্তায় শত শত স্থানীয় লোক সমাবেশ করেছে।
সংবাদ মাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, রাজ্যে সাম্প্রতিক সহিংসতার পুনরুত্থানের পরে কেন্দ্রীয় সরকার ১৪ নভেম্বর বিধানটি চালু করেছিল।
১৯৫৮ সালে ভারতীয় সংসদ দ্বারা প্রণীত, “এএফএসপিএ” প্রাথমিকভাবে অসম এবং মণিপুরের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলির যে কোনও অংশে শৃঙ্খলা বজায় রাখতে সশস্ত্র বাহিনীকে সমর্থন করার জন্য তৈরি করা হয়েছিল, এ এলাকাগুলোকে "অশান্ত এলাকা" হিসাবে অভিহিত করা হয়।
একবার সরকারী কর্তৃপক্ষ যেকোন অংশকে "অশান্ত এলাকা" হিসাবে ঘোষণা করলে, এএফএসপিএ একটি নির্দিষ্ট পদমর্যাদার উপরে সশস্ত্র বাহিনীর কর্মীদের "এমনকি মৃত্যুর সতর্কবার্তাসহ " যথাযথ সতর্কতার পর বল প্রয়োগের এবং যুক্তিসঙ্গত সন্দেহের ভিত্তিতে লোকেদের গ্রেফতার করার কর্তৃত্ব প্রদান করে।
বিক্ষোভকারীরা দাবি করেছিল যে এই আইনটি রাজ্য থেকে প্রত্যাহার করে নেওয়া উচিত কারণ ভারত সরকার গত ১৭ মাস ধরে রাজ্যে সহিংসতা নিয়ন্ত্রণ করতে পারেনি।
মিয়ানমারের সীমান্তবর্তী ৩২ লক্ষ মানুষের রাজ্যটি গত সপ্তাহে নতুন করে সহিংসতার শিকার হয়েছে, এটি জাতিদেগাষ্ঠীগত কুকি এবং মেইতি সম্প্রদায়ের মধ্যে দীর্ঘস্থায়ী সংঘর্ষের অংশ। গত বছরের মে মাস থেকে এই অঞ্চলে রক্তপাতের ফলে অন্তত ২৫০ জন নিহত হয়েছে এবং ৬০,০০০ মানুষ বাস্তুচ্যুত হয়েছে।
(রয়টার্স)