এক ঝলকে আমেরিকার বিশেষ কিছু খবর

Your browser doesn’t support HTML5

যুক্তরাষ্ট্রের সেনেটার বার্নি স্যান্ডার্স গাজায় বেসামরিক মানুষের মৃত্যু ও মানবিক পরিস্থিতি নিয়ে উদ্বেগের কারণে ইসরায়েলের কাছে বিশেষ কিছু আক্রমণাত্মক অস্ত্র বিক্রি বন্ধের যে প্রচেষ্টা চালান তা বুধবার যুক্তরাষ্ট্র সেনেট ব্যাপকভাবে প্রত্যাখ্যান করেছে। বাইডেন প্রশাসন এই প্রস্তাবের বিরোধিতা করেছে।

মেক্সিকোর দক্ষিণাঞ্চলে বুধবার প্রায় দেড় হাজার অভিবাসন প্রত্যাশীর একটি দল যুক্তরাষ্ট্রের দক্ষিণাঞ্চলীয় সীমান্তের দিকে আসতে শুরু করেছে। সীমান্ত বন্ধ ও নিজ দেশে ফেরত পাঠানোর আশঙ্কায় ডনাল্ড ট্রাম্প ক্ষমতা গ্রহণের আগেই অভিবাসীরা যুক্তরাষ্ট্রে প্রবেশের চেষ্টা করতে চাইছে।

বুধবার নিউ ইয়র্কে সোথাবি'স-এর এক নিলামে মরিটজিও কেটেলেনের “কমিডিয়ান” শিরোনামের একটি কনসেপচুয়াল শিল্পকর্ম ৬২ লক্ষ ডলারে বিক্রি হয়। এই শিল্পকর্মে রয়েছে দেয়ালে টেপ দিয়ে সাঁটা একখানা কলা। ৮০ হাজার ডলার দিয়ে নিলামের ডাক শুরু হয়, যা কয়েক মিনিটের মধ্যে কয়েক মিলিয়ন ডলারে পৌঁছায়।