সাবেক সংসদ সদস্য শাহজাহান ওমর বীর উত্তম গ্রেফতার

সাবেক সংসদ সদস্য শাহজাহান ওমর

ঝালকাঠি-১ আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) শাহজাহান ওমর বীর উত্তমকে গ্রেফতার করেছে পুলিশ।

পুলিশ জানিয়েছে, বুধবার (২০ নভেম্বর) তাঁকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার তাঁকে আদালতে হাজির করার কথা রয়েছে।

এদিকে বুধবার রাতে রাজাপুর-কাঁঠালিয়া এলাকায় সাবেক এই সংসদ সদস্যের বাড়িতে হামলা ও ভাঙচুর চালায় অজ্ঞাত দুর্বৃত্তরা।

শাহজাহান ওমর বীর উত্তম দীর্ঘদিন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) রাজনীতিতে জড়িত ছিলেন। বিএনপির মনোনয়নে তিনি একাধিকবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। সর্বশেষ বিএনপি সরকারে তিনি আইন প্রতিমন্ত্রী ছিলেন।

২০২৪ সালের ৭ জানুয়ারিতে অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে তিনি বিএনপি ছেড়ে ঝালকাঠি-১ (রাজাপুর-কাঠালিয়া) আসনে আওয়ামী লীগের মনোনয়নে নির্বাচন করেন। শাহজাহান ওমর ঝালকাঠি-১ আসনের সংসদ সদস্য ছিলেন।

ছাত্র-জনতার আন্দোলনের মুখে ৫ অগাস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে বাংলাদেশের বিভিন্ন আদালতে আওয়ামী লীগের সাবেক মন্ত্রী, সংসদ সদস্য, নেতা-কর্মী এবং সাংবাদিক ও সাহিত্যিকসহ শত শত ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে। এর বেশির ভাগই খুনসংক্রান্ত। ব্যাপক হারে খুনের মামলা এবং তার ভিত্তিতে গ্রেফতার ও পুলিশ রিমান্ড মঞ্জুর করা নিয়ে আইনজীবী ও সাংবাদিক মহল থেকে উদ্বেগ প্রকাশ করা হয়েছে।