চীনে সাইবেরিয়ান বাঘের আক্রমণে অল্পের জন্য রক্ষা পেলেন কৃষক

Your browser doesn’t support HTML5

১৮ নভেম্বর সোমবার তোলা একটি নজরদারি ভিডিওতে সেই মুহূর্তটি দেখানো হয়েছে, যখন সাইবেরিয়ার একটি বন্য বাঘ উত্তর চীনের হেইলংজিয়াং প্রদেশে একটি বড় লোহার গেটে ধাক্কা মারে এবং অল্পের জন্য একজন কৃষক রক্ষা পায়।

ভিডিওতে দেখা যায়, বলি কাউন্টির উঠানে ঢোকার সময় ওই কৃষক প্রথমে বাঘটিকে পাশ কাটিয়ে দৌড়ে যেতে দেখেন। কিছুক্ষণ পরেই লোকটি বাঘটির অবস্থান সম্পর্কে জানতে পেরে রাস্তায় বেরিয়ে আসেন।

বাঘটিকে দেখতে পেয়ে তিনি দ্রুত গেট বন্ধ করার জন্য ফিরে গেলেন। গেটের ওপর সেই বিশাল বাঘটি ঝাঁপিয়ে পড়ছিল।

হেইলংজিয়াং প্রদেশের কর্তৃপক্ষ সাইবেরিয়ান বাঘের অল্পের জন্য বেঁচে যাওয়ার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর স্থানীয়দের সতর্ক থাকার পরামর্শ দিয়েছে। (রয়টার্স)