অর্থ উপদেষ্টাঃ সংকট আছে তবে ব্যাংক বন্ধ হবে না

অন্তর্বর্তীকালীন সরকারের অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ

কয়েকটি ব্যাংক আর্থিক সংকটে থাকলেও কোনো ব্যাংক বন্ধ হবে না, তবে কয়েকটি ব্যাংক চ্যালেঞ্জের মুখে পড়বে মঙ্গলবার (১৮ নভেম্বর) এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেছেন অন্তর্বর্তীকালীন সরকারের অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ।

অর্থ উপদেষ্টা বলেন, “ইসলামী ব্যাংক বড় প্রতিষ্ঠান। এর উন্নতির লক্ষণ দেখা যাচ্ছে। যদিও কয়েকটি ব্যাংক চ্যালেঞ্জে পড়বে”।

তিনি বলেন, “ব্যবস্থাপনার দুর্বলতার কারণে অনেকগুলো ব্যাংকে সমস্যা দেখা দিয়েছে। আমরা এখন সিমটম দেখে সংস্কারের পদক্ষেপ নিচ্ছি। ম্যানেজমেন্ট খারাপ ছিল, গভর্নেন্স করাপ্ট ছিল।”

পুঁজিবাজারে ক্ষুদ্র বিনিয়োগকারীদের ওপর নেতিবাচক প্রভাবের বিষয়টি তুলে ধরেন তিনি, তবে তিনি জানিয়েছেন যেসব প্রতিষ্ঠান খারাপ অবস্থায় আছে সেগুলোতে বিনিয়োগের কারণে বিনিয়োগকারীরা ক্ষতির মুখে পড়ছেন, ক্ষতিপূরণের ব্যবস্থা করতে সরকার চেষ্টা করছে বলছেন অর্থ উপদেষ্টা।

সালাউদ্দিন আহমেদ সাংবাদিকদের জানান, বার্ষিক উন্নয়ন কর্মসূচির আওতায় কিছু প্রকল্প রাজনৈতিক কারণে শুরু হওয়ায় সেগুলোর কতটুকু প্রয়োজন সে বিষয়ে সরকার পর্যালোচনা করছে বলে।

বিশ্বব্যাংক এবং এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) সহযোগিতার আশ্বাস সরকারের উল্লেখযোগ্য সাফল্য বলে মন্তব্য করেন তিনি।