বাজারে সরবরাহ স্বাভাবিক রাখতে ভোজ্যতেলের ওপর বর্তমানে প্রযোজ্য আমদানি পর্যায়ের মূল্য সংযোজন কর বা ভ্যাট ১০ শতাংশ থেকে কমিয়ে পাঁচ শতাংশ করা হয়েছে।
মঙ্গলবার (১৮ নভেম্বর) একটি প্রজ্ঞাপনে এই ঘোষণা দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।
আগামী ১৫ই ডিসেম্বর পর্যন্ত ভোজ্যতেল আমদানিতে এই সুবিধা পাবেন ব্যবসায়ীরা।
এনবিআর জানায়, “কর আদায়ের সংস্থাটি মনে করে এই ভ্যাট অব্যাহতির ফলে ভোজ্যতেলের দাম বাজারে সহনীয় পর্যায়ে থাকবে এবং ভোক্তাগণকে উচ্চমূল্যে ভোজ্যতেল কিনতে হবে না।”
এর আগে বাজারে চাল, আলু, পেঁয়াজ, ডিম, ভোজ্যতেল ও চিনির সরবরাহ বৃদ্ধির লক্ষ্যে শুল্ক অব্যাহতি দিয়ে প্রজ্ঞাপন জারি করেছিল এনবিআর।
গত ১৭ অক্টোবর পরিশোধিত ও অপরিশোধিত সয়াবিন ও পাম তেল সরবরাহের ক্ষেত্রে স্থানীয় উৎপাদন পর্যায়ে ১৫ শতাংশ এবং স্থানীয় ব্যবসায়ী পর্যায়ে পাঁচ শতাংশ মূসক অব্যাহতি দেয়া হয়।
তেলের মূল্য সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে রাখতে এই উদ্যোগ নিয়েছে সরকার।
আমদানি পর্যায়ে কেবল পাঁচ শতাংশ ভ্যাট দিতে হবে এখন।