এক ঝলকে আমেরিকার বিশেষ কিছু খবর

Your browser doesn’t support HTML5

যুক্তরাষ্ট্র ইসরাইলি বসতি স্থাপনকারী গ্রুপ আমানার ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে। তাদের বিরুদ্ধে অধিকৃত পশ্চিম তটে সহিংসতা সংঘটনে সহায়তা করার অভিযোগ আনা হয়। যুক্তরাষ্ট্র পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলার বলেছেন, চরমপন্থী বসতি স্থাপনকারীদের ক্রমবর্ধমান সহিংসতা মোকাবেলায় যুক্তরাষ্ট্র প্রতিশ্রুতিবদ্ধ।

সুদানে যুক্তরাষ্ট্রের বিশেষ দূত থমাস পেরিয়েলো তার প্রথম সফরে সোমবার পূর্ব আফ্রিকার দেশটিতে ধ্বংসাত্মক যুদ্ধ বন্ধের আহ্বান জানিয়েছেন। লোহিত সাগরের তীরবর্তী পোর্ট সুদানে পেরিয়েলো সুদানের সেনাপ্রধান আবদেল ফাত্তাহ আল-বুরহান ও অন্যান্য নেতাদের সঙ্গে বৈঠক করেন।

বোয়িং কোম্পানি যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন, ওরেগন, সাউথ ক্যারোলাইনা ও মিসৌরি রাজ্যে তাদের আড়াই হাজারেরও বেশি কর্মীকে ছাঁটাইয়ের নোটিশ পাঠিয়েছে বলে জানিয়েছেন এক ইউনিয়ন কর্মকর্তা। আমেরিকার বিমান নির্মান প্রতিষ্ঠানটি অক্টোবর মাসে ১৭ হাজার কর্মী ছাঁটাইয়ের পরিকল্পনার কথা ঘোষণা করেছিল।