"অতি প্রয়োজনীয় সংস্কার” শেষে দ্রুত নির্বাচন দেয়া হবেঃ আসিফ নজরুল

অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুল

অতি প্রয়োজনীয় সংস্কার শেষ করেই দ্রুত নির্বাচন দেয়া হবে, একইসাথে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের কিছু সংশোধনী আনার জন্য কাল উপদেষ্টা পরিষদে তোলা হবে, মঙ্গলবার (১৯ নভেম্বর) এসব কথা জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুল।

সংবাদ সম্মেলনে নির্বাচন নিয়ে প্রশ্ন করা হয়েছিল, সেখানে আসিফ নজরুল বলেন, “এটি আইন মন্ত্রণালয়ের বিষয় না। একটি বিষয় বলি, আমরা মোস্ট এসেনশিয়াল কিছু সংস্কার করে যত দ্রুত সম্ভব নির্বাচন দেব।"

আসিফ নজরুল বলেন, ভুয়া ভোট হোক এমনটা তিনি চান না, যাতে অন্য কেউ নির্বাচিত হয়ে এসে আবারো ভুয়া নির্বাচন দিতে পারে।

২০১৪, ২০১৮ ও ২০২৪ সালে আওয়ামী লীগ সরকারের অধীনে প্রশ্নবিদ্ধ ৩টি নির্বাচনের পর অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব পেয়ে নির্বাচন ও সংবিধান সংস্কার কমিটি গঠন করেছে।

এ বিষয়ে আসিফ নজরুল আরও বলেন, “অন্তর্বর্তী সরকারে যারা আছেন উনাদের অধিকাংশই যত তাড়াতাড়ি সম্ভব নিজের নিজের পেশায় ফিরে যাওয়ার জন্য আগ্রহী”।

সংবাদ সম্মেলনে আসিফ নজরুল বলেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আইনে বেশ কয়েকটি 'মারাত্মক বিচ্যুতির' কথা জানিয়েছে দেশি-বিদেশি মানবাধিকার সংগঠনগুলো।

যদি কোনো রাজনৈতিক দলের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগ থাকে এবং আদালত মনে করে প্রয়োজনীয় শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার জন্য সুপারিশ করতে পারবেন।

বুধবার এই আইনের সংশোধনী উপদেষ্টা পরিষদের বৈঠকে তোলা হবে জানিয়ে মি. নজরুল বলেন, “উপদেষ্টা পরিষদ এই সংশোধনী গ্রহণ করলে বৃহস্পতিবারের মধ্যেই এটা আইনে রূপান্তরিত হবে।”