তানজানিয়ায় ভবন ধসে অন্তত ১৩ জন নিহত

Your browser doesn’t support HTML5

তানজানিয়ার বাণিজ্যিক রাজধানীতে একটি ভবন ভেঙে পড়ায় কমপক্ষে ১৩ জন নিহত হয়েছে এবং ৮০ জনের বেশি ব্যক্তিকে উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন সে দেশের প্রেসিডেন্ট। শনিবার, ১৬ নভেম্বর।

দেশের প্রধানমন্ত্রী কাসিম মাজালিয়া চলমান উদ্ধারকাজের অগ্রগতি খতিয়ে দেখতে সোমবার, ১৮ নভেম্বর ঘটনাস্থল পরিদর্শন করেন।

তিনি জাতিকে আশ্বস্ত করেন যে, সকল নিখোঁজের সন্ধান না মেলা পর্যন্ত উদ্ধার অভিযান অব্যাহত থাকবে।

নির্মাণের মান দুর্বল বা নিয়মকানুনের প্রয়োগ শিথিল হওয়ার কারণে আফ্রিকার কিছু কিছু শহরে ভবন ধসে পড়ার ঘটনা ঘটছে। (রয়টার্স)