রাশিয়া ইউক্রেনের পূর্বাঞ্চলে ২টি গ্রাম দখল করেছে, জানিয়েছে প্রতিরক্ষা মন্ত্রণালয়

এই ছবিতে ইউক্রেনের দোনেস্ক অঞ্চলের ডাচনে ভিলায় গোলাবর্ষণে ধ্বংসপ্রাপ্ত একটি স্কুলের ক্লাসরুমের একটি ভাঙা জানালা দেখা যাচ্ছে, ১৩ নভেম্বর, ২০২৪।

শনিবার রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, রাশিয়ার সেনাবাহিনী ইউক্রেনের দোনেস্ক অঞ্চলের মাকারিভকা এবং রাইহোরিভকা গ্রাম দখল করেছে।

মাকারিভকা ভেলিকা নোভোসিল্কার দক্ষিণে অবস্থিত। আর রাইহোরিভকা সেলিডোভ শহরের পশ্চিমে অবস্থিত, যা গত মাসে রাশিয়া দখল করেছে। মস্কো রাইহোরিভকা অঞ্চলকে তার আগের নাম লেনিনস্কয় বলে ডাকে।

রয়টার্স স্বাধীনভাবে রাশিয়া-ইউক্রেন যুদ্ধক্ষেত্রের পরিস্থিতি যাচাই করতে পারেনি।