স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও হোয়াইট হাউসের কর্মকর্তা নিয়োগ দিলেন ট্রাম্প

ফাইল ছবি—পেনসিলভ্যানিয়ার লিতিৎজ অঞ্চলে নির্বাচনী প্রচারণায় ট্রাম্প, বুলেটপ্রুফ আয়নায় তার প্রতিবিম্ব দেখা যাচ্ছে। ৩ নভেম্বর, ২০২৪

যুক্তরাষ্ট্রের নব-নির্বাচিত প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প তার নতুন মন্ত্রিসভা গঠনের অংশ হিসাবে নর্থ ডাকোটার গভর্নর ডাগ বারগামকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব দিয়েছেন। একইসঙ্গে তিনি হোয়াইট হাউসের দুইটি পদে অপর দুই কর্মকর্তাকে নিয়োগ দিয়েছেন।

শুক্রবার ট্রানজিশন টিম আনুষ্ঠানিকভাবে বারগামের নিয়োগের ঘোষণা দিয়েছে। তবে এর আগেই ট্রাম্প বৃহস্পতিবার সন্ধ্যায় তার ফ্লোরিডার এস্টেট মার-আ-লাগোয় এক নৈশভোজে তার নিয়োগের বিষয়টি সম্পর্কে প্রথম জানিয়েছিলেন।

ট্রাম্প-ভ্যান্সের ট্রানজিশন টিম জানিয়েছে, যোগাযোগবিষয়ক পরিচালক পদে হোয়াট হাউসে ফিরবেন স্টিভেন চিউং। ট্রাম্প-ভ্যান্সের ২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনের প্রচার অভিযানে একই পদে ছিলেন তিনি। ট্রাম্পের প্রথম মেয়াদে হোয়াইট হাউসে কৌশলগত প্রতিক্রিয়া বিভাগের পরিচালক হিসাবে দায়িত্ব পালন করেন তিনি।

শুক্রবার সন্ধ্যায় ট্রাম্প ঘোষণা দেন, তার নির্বাচনী প্রচার অভিযানের প্রেস সচিব ক্যারোলাইন লিভিট হোয়াইট হাউসেও তার প্রেস সচিবের দায়িত্ব পালন করবেন। ট্রাম্পের বিগত মেয়াদে ক্যারোলাইন সহকারী প্রেস সচিবের দায়িত্ব পালন করেছিলেন।

অল্প সময়ের মধ্যে ট্রাম্প তার প্রতি অনুগত বেশ কয়েকজন রাজনীতিকদের মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ পদে নিয়োগ দেওয়ার ঘোষণা দিয়েছেন। তারা সবাই গত চার বছর প্রেসিডেন্ট না থাকা অবস্থায় ট্রাম্পের প্রতি প্রত্যক্ষ সমর্থন জানিয়েছেন এবং তাদের বেশিরভাগই নিশ্চিতকরণ শুনানির পর দ্রুত সিনেটের অনুমোদন পাবেন বলে ধারণা করা হচ্ছে।

যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদ ও সিনেট, কংগ্রেসের উভয় কক্ষেই সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে রিপাবলিকান পার্টি জানুয়ারির তৃতীয় সপ্তাহের মধ্যে যুক্তরাষ্ট্রের সরকারের পূর্ণ নিয়ন্ত্রণ গ্রহণ করতে যাচ্ছে।

নতুন কংগ্রেসের প্রথম অধিবেশনের দুই সপ্তাহ পর, ২০ জানুয়ারি দেশটির ৪৭তম প্রেসিডেন্ট হিসাবে শপথ নেবেন ট্রাম্প।

এই প্রতিবেদনের কিছু তথ্য এপি থেকে নেওয়া হয়েছে।