শুক্রবার বৈরুতের দক্ষিণ-পূর্ব প্রান্তে নতুন করে হামলা চালায় ইসরায়েলি বাহিনী।
অ্যাসোসিয়েটেড প্রেসের একজন ফটোগ্রাফারের তোলা ছবিতে বৈরুতের তায়উনেহ আশেপাশের একটি ১১তলা আবাসিক ভবনে একটি রকেটকে আঘাত হানতে দেখা গেছে - তারপরে বিল্ডিংয়ের পাশ থেকে আগুনের বিস্ফোরণ ঘটে।
ভবনের নিচু স্তরের বেশিরভাগ অংশ ধ্বংসস্তূপে পরিণত হয়েছে।
তাৎক্ষণিকভাবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
ইসরায়েলি সামরিক বাহিনী হামলার আগে একটি সতর্কতা জারি করেছিল, তাদের অভিযোগ যে এটি হেজবুল্লাহর একটি বাসস্থান ছিলো।
বহুতল অ্যাপার্টমেন্ট বিল্ডিংয়ে বোমাটি আঘাত হানার সাথে সাথে শত শত লোক কয়েকশ মিটার (গজ) দূরে একটি ট্রাফিক চক্করে রাস্তায় জড়ো হয়েছিল।
তাদের মধ্যে হাসান আম্মাও ছিলেন। তিনি অ্যাসোসিয়েটেড প্রেসের একজন ফটোগ্রাফার।
হাসান আম্মার তার ফ্ল্যাক জ্যাকেট এবং হেলমেট পরে ঘটনাস্থলে ছুটে গিয়েছিলেন - একটি দীর্ঘ লেন্স ব্যবহার করে একটি নিরাপদ দূরত্বে তার অবস্থান নিয়েছিলেন। কারণ তার আগে ইসরায়েলি সামরিক বাহিনী মানচিত্রে সেই বিল্ডিংটিকে চিহ্নিত করে সতর্কতা জারি করেছিলো।