যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প বৃহস্পতিবার ফ্লোরিডার মার-এ-লাগো অবকাশ নিবাসে আমেরিকা ফার্স্ট পলিসি ইনস্টিটিউটের অনুষ্ঠানে বক্তব্য রাখেন এবং আর্জেন্টিনার প্রেসিডেন্ট হাভিয়ের মিলিকে এই অনুষ্ঠানে যোগ দেয়ার জন্য ধন্যবাদ জানান। গত সপ্তাহের নির্বাচনে জয়লাভের পর তিনি প্রথম বিদেশি নেতা যিনি ট্রাম্পের সঙ্গে সাক্ষাত করেন।
যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প বৃহস্পতিবার তার কেবিনেটের জন্য মনোনীত কিছু প্রার্থীর নাম ঘোষণা করেছেন। স্বরাষ্ট্রমন্ত্রী পদে নর্থ ডাকোটার রিপাবলিকান গভর্নর ডাগ বারগাম এবং স্বাস্থ্য ও মানবসেবা দপ্তরের মন্ত্রী হিসাবে ভ্যাকসিন বিরোধী সক্রিয়কর্মী রবার্ট এফ কেনেডি জুনিয়র রয়েছেন।
প্রেসিডেন্ট জো বাইডেন বৃহস্পতিবার পেরু ও ব্রাজিলে ছয় দিনের সফর শুরু করেছেন। ক্ষমতায় থাকা অবস্থায় এটাই তারা শেষ বড় আন্তর্জাতিক শীর্ষ সম্মেলনে যোগ দেয়া যখন বিশ্ব নেতারা নিজ নিজ দেশের জন্য ডনাল্ড ট্রাম্পের হোয়াইট হাউসে ফিরে আসার অর্থ কী হতে পারে তা বিবেচনা করছেন।