মার্কো রুবিওঃ যুক্তরাষ্ট্রের পরবর্তী পররাষ্ট্রমন্ত্রী বেছে নিলেন ট্রাম্প

ফাইল ছবি - সিনেটর মার্কো রুবিও, উইসকনসিন, ১৬ জুলাই, ২০২৪।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট-ইলেক্ট ডনাল্ড ট্রাম্প বুধবার ঘোষণা করেছেন, পররাষ্ট্রমন্ত্রী হিসেবে তিনি রিপাবলিকান সিনেটর মার্কো রুবিও-কে মনোনীত করছেন। বৈদেশিক সম্পর্ক ও গোয়েন্দা বিভাগীয় কমিটির সিনিয়র সদস্য মার্কো রুবিও এক সময় ট্রাম্পের রাজনৈতিক প্রতিদ্বন্দ্বীও ছিলেন।

ট্রাম্প এক বিবৃতিতে বলেছেন, “তিনি আমাদের দেশের হয়ে জোরালো সওয়াল করবেন, আমাদের মিত্রদের প্রকৃত বন্ধু হবেন এবং তিনি একজন নির্ভীক যোদ্ধা যিনি আমাদের প্রতিপক্ষদের কাছে কখনও নতি স্বীকার করবেন না।”

চীনের কট্টর সমালোচক হিসেবে পরিচিত ৫৩ বছর বয়সী মার্কো রুবিও কিউবার কমিউনিস্ট সরকারেরও তীব্র সমালোচক এবং ইসরায়েলের জোরালো সমর্থক। আমেরিকার ভূ-রাজনৈতিক শত্রুদের নিরিখে আরও দৃঢ় পররাষ্ট্র নীতির জন্য অতীতে তিনি সওয়াল করেছেন। তবে, পররাষ্ট্র নীতির ক্ষেত্রে বর্তমানে তার দৃষ্টিভঙ্গি ট্রাম্পের “আমেরিকা ফার্স্ট” নীতির সঙ্গে অনেকটাই মিলে গেছে।

রাশিয়ার বিরুদ্ধে ইউক্রেনকে সাহায্যের জন্য বিশাল সামরিক ত্রাণ প্যাকেজের বিরোধিতা করে ইসরায়েলসহ যুক্তরাষ্ট্রের অন্যান্য অংশীদারদের সাহায্য করার পক্ষে এপ্রিল মাসে যে ১৫ জন রিপাবলিকান সিনেটর ভোট দিয়েছিলেন, রুবিও তাদের একজন। রাশিয়ার আক্রমণের বিরুদ্ধে লড়াইয়ে ইউক্রেনকে লাগাতার সামরিক সাহায্য করছেন ডেমোক্রেটিক প্রেসিডেন্ট জো বাইডেন। ট্রাম্প এর কঠোর সমালোচক।

সাম্প্রতিক এক সাক্ষাৎকারে রুবিও বলেছেন, গত দশকে মস্কো যে পরিমাণ ভূখণ্ড দখল করেছে তা উদ্ধারে নজর দেওয়ার পরিবর্তে রাশিয়ার সঙ্গে সমঝোতা করে সমাধান সূত্র বের করা উচিত কিয়েভের।

গাজায় যুদ্ধের বিষয়ে ট্রাম্পের মতোই রুবিও জোরালোভাবে ইসরায়েলের সাথে রয়েছেন। তিনি বলেছেন, হামাস একটি সন্ত্রাসী সংগঠন এবং একে নিশ্চিহ্ন করতেই হবে; আমেরিকার ভূমিকা হল, এই কাজটি সম্পূর্ণ করতে ইসরায়েলকে পুনরায় সামরিক সরঞ্জাম সরবরাহ করা।

রুবিও চীনের কট্টর সমালোচক। হংকং-এ গণতন্ত্রের দাবিতে বিক্ষোভে তার অবস্থানের জন্য ২০২০ সালে বেইজিং তার উপর নিষেধাজ্ঞা চাপিয়েছিল।

অন্যান্য বিষয়ের মধ্যে, কংগ্রেসের মাধ্যমে রুবিও একটি আইন প্রণয়নে অগ্রণী ভূমিকা পালন করেছিলেন; উইঘুর মুসলিমদের সঙ্গে বেইজিং যে আচরণ করেছে তার জবাবে চীনের আমদানি রুখতে ওয়াশিংটনের হাতে অস্ত্র তুলে দিয়েছিল এই আইন। পাশাপাশি, তিনি একটি বিল পাশ করতেও চাপ সৃষ্টি করেছেন যে বিল হংকং-এর যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক ও বাণিজ্যিক অফিসগুলিকে বাতিল করবে।