এক ঝলকে আমেরিকার বিশেষ কিছু খবর

Your browser doesn’t support HTML5

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন শনিবার চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে সম্ভবত শেষবারের মতো বৈঠক করবেন। যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জেক সালিভ্যান জানিয়েছেন, পেরুর রাজধানী লিমায় অনুষ্ঠিত এশিয়া-প্যাসিফিক ইকোনমিক কো-অপারেশন ফোরামের ফাঁকে এই দুই নেতা বৈঠকে মিলিত হবেন বলে আশা করা হচ্ছে।

ক্যালিফোর্নিয়া এবং অ্যারিজোনায় রিপাবলিকান প্রতিনিধি পরিষদের বিজয়ে রিপাবলিকানরা ২১৮টি আসন পেয়ে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে এবং যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদের নিয়ন্ত্রণ পেয়েছে। এর আগে রিপাবলিকানরা সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে ডেমোক্র্যাটদের কাছ থেকে সিনেটের নিয়ন্ত্রণ নেয়।

বিশ্বের বৃহত্তম ক্রিপ্টোকারেন্সি, বিটকয়েন বুধবার ৯০ হাজার ডলার পর্যন্ত অতিক্রম করে সর্বকালের সর্বোচ্চমাত্রায় পৌঁছায়। বিটকয়েনে বিনিয়োগকারীরা আশা করছেন যে ট্রাম্পের প্রশাসন ক্রিপ্টো বান্ধব হবে।