হোয়াইট হাউসে বাইডেনের সাথে ট্রাম্পের সাক্ষাৎ

প্রেসিডেন্ট জো বাইডেন ওয়াশিংটনে হোয়াইট হাউসের ওভাল অফিসে প্রেসিডেন্ট ইলেক্ট ডনাল্ড ট্রাম্পের সাথে সাক্ষাৎ করেছেন। ১৩ নভেম্বর, ২০২৪।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ইলেক্ট ডনাল্ড ট্রাম্প বুধবার বিজয়ীর বেশে ওয়াশিংটনে আসেন এবং বিদায়ী প্রেসিডেন্ট জো বাইডেনের সাথে সাক্ষাতের জন্য চার বছরের মধ্যে প্রথমবারের মতো হোয়াইট হাউসে যান।

বাইডেন ট্রাম্পকে ঐতিহ্যবাহী সফরের জন্য আমন্ত্রণ জানান। আসন্ন ২০ জানুয়ারি আমেরিকান গণতন্ত্রে যুক্তরাষ্ট্রের বর্তমান নেতা এবং আসন্ন প্রধান নির্বাহীর মধ্যে শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তরের এটি একটি প্রদর্শনী।

পুনর্নিবাচনের দৌড়ে বাইডেন ট্রাম্পের বিরুদ্ধে বিতর্কে হোঁচট খাওয়ার পর জুলাইয়ে তার প্রচারণা শেষ করার আগে ট্রাম্পকে দ্বিতীয়বারের মতো পরাজিত করতে চেয়েছিলেন। বাইডেন দ্রুতই তার ভাইস প্রেসিডেন্ট কমালা হ্যারিসকে তার উত্তরসূরি হিসেবে সমর্থন দেন, কিন্তু ট্রাম্প নির্বাচনে সাতটি রাজনৈতিক ব্যাটলগ্রাউন্ড রাজ্যে জয়ী হন এবং সহজেই তাকে পরাজিত করেন।

ট্রাম্প তার নতুন প্রশাসনকে রিপাবলিকান কর্মকর্তাদের দিয়ে পূর্ণ করার ত্বরিত পদক্ষেপ নিয়েছেন। এই কর্মকর্তারা চার বছর তিনি ক্ষমতার বাইরে থাকাকালীন রাজনৈতিকভাবে তার সবচেয়ে অনুগত ছিলেন। তিনি তার পরবর্তী প্রতিরক্ষামন্ত্রী হওয়ার জন্য ফক্স নিউজের উপস্থাপক এবং ইরাক ও আফগানিস্তান যুদ্ধের সাবেক সৈনিক পিট হেগসেথকে নিয়োগ প্রদানসহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ প্রতিরক্ষা ও জাতীয় সুরক্ষা পদ পূরণ করতে চেয়েছিলেন।

হোমল্যান্ড সিকিউরিটি প্রধান হিসেবে ট্রাম্প সাউথ ডাকোটার গভর্নর ক্রিস্টি নোয়েমকে বেছে নিয়েছে, সিআইএ-র পরিচালক হিসেবে জন র‍্যাটক্লিফকে এবং ফ্লোরিডার সিনেটর মার্কো রুবিওকে পররাষ্ট্রমন্ত্রী হিসেবে নিয়োগ দিয়েছেন।

কয়েক মাস আগে ট্রাম্পের সম্ভাব্য ভাইস প্রেসিডেন্ট রানিং মেটের সংক্ষিপ্ত তালিকায় ছিলেন রুবিও ও নোয়েম। ট্রাম্প পরে রিপাবলিকান ন্যাশনাল টিকেটে তার সাথে যোগ দেয়ার জন্য ওহাইওর প্রথম মেয়াদের সিনেটর জেডি ভ্যানসকে বেছে নিলেও রুবিও এবং নোয়েম উভয়ই নির্বাচনে জয়ী হওয়ার ক্ষেত্রে ট্রাম্পের শীর্ষ পছন্দ ছিলেন।

ট্রাম্প আরও ঘোষণা করেন, বিলিওনিয়ার ব্যবসায়ী ইলন মাস্ক এবং উদ্যোক্তা ও প্রাক্তন রিপাবলিকান প্রেসিডেন্ট প্রার্থী বিবেক রামাসোয়ামি ডিপার্টমেন্ট অফ গভরমেন্ট এফিসিয়েন্সির নেতৃত্ব দেবেন।