যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন বুধবার ব্রাসেলসে নেটোর সদর দফতরে বলেছেন, ডনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেয়ার আগে বাইডেন প্রশাসন ইউক্রেনের প্রতি সমর্থন জোরদার করবে। সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ব্লিংকেন বলেন, “আমাদের কাছে থাকা প্রতিটি ডলার” ২০ জানুয়ারির মধ্যে ইউক্রেনে পাঠাব।” ২০ জানুয়ারি ট্রাম্পের শপথগ্রহণ অনুষ্ঠান।
প্রেসিডেন্ট জো বাইডেন ঐতিহ্যগতভাবে শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তরের অংশ হিসেবে বুধবার হোয়াইট হাউসে প্রেসিডেন্ট ইলেক্ট ডনাল্ড ট্রাম্পকে স্বাগত জানাবেন। চার বছর আগে ট্রাম্প বাইডেনের কাছে হেরে যাওয়ার পর এই ঐতিহ্যগত রীতি পালনে অস্বীকৃতি জানান।
বুধবার নিউ ইয়র্ক টাইমস জানিয়েছে, যুক্তরাষ্ট্রের স্পেশাল কাউন্সেল জ্যাক স্মিথ নবনির্বাচিত প্রেসিডেন্ট ট্রাম্পের দায়িত্ব গ্রহণের আগেই পদত্যাগ করার পরিকল্পনা করছেন। স্মিথ ট্রাম্পের বিরুদ্ধে দুটি মামলা দায়ের করেছিলেন। এর একটি হচ্ছে গোপন নথি রক্ষণাবেক্ষণে ট্রাম্পের সংশ্লিষ্টতা সংক্রান্ত যে অভিযোগ যা তিনি অস্বীকার করেন। ট্রাম্প বলেছেন, তিনি ক্ষমতায় এলেই স্মিথকে বরখাস্ত করবেন।