নিউ ইয়র্ক টাইমস সোমবার রাতে জানিয়েছে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ইলেক্ট ডনাল্ড ট্রাম্প ফ্লোরিডার সেনেটার মার্কো রুবিওকে পররাষ্ট্রমন্ত্রী হিসেবে মনোনীত করেছেন। জানুয়ারিতে ট্রাম্প দায়িত্ব নেয়ার পর ফ্লোরিডার ঐ রিপাবলিকান সিনেটর হবেন প্রথম ল্যাটিনো যিনি যুক্তরাষ্ট্রের শীর্ষ কূটনীতিক হিসেবে দায়িত্ব পালন করবেন।
ডেটা সরবরাহকারী ডিসিশন ডেস্ক এইচকিউ বলেছে, ডনাল্ড ট্রাম্পের রিপাবলিকান পার্টি গত মঙ্গলবারের নির্বাচনে প্রতিনিধি পরিষদের আটটি আসনের প্রতিদ্বন্দ্বিতার ফলাফল বাকি থাকা সত্বেও সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে। রিপাবলিকানরা ইতিমধ্যেইসেনেটে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে।
নিউ ইয়র্ক ও নিউ জার্সি সীমান্তে রবিবার থেকে সোমবার পর্যন্ত বৃষ্টি হলেও এখন দাবাগ্নি জ্বলছে। কর্তৃপক্ষ সোমবার জানিয়েছে যে জেনিংস ক্রিকের দাবানল ২০ শতাংশ নিভানো হয়েছে। ওদিকে, পশ্চিম উপকূলের "মাউন্টেন ফায়ার" ৪১ শতাংশ নিয়ন্ত্রনে এসেছে। দাবাগ্নির কারণে লস অ্যাঞ্জেলেসের উত্তর-পশ্চিমাঞ্চলের হাজার হাজার বাসিন্দা তাদের বাড়িঘর ছেড়ে অন্যত্র সরে যেতে বাধ্য হয়।