১৬৭ জনের অ্যাক্রিডিটেশন কার্ড বাতিলে সম্পাদকদের উদ্বেগ, তথ্য উপদেষ্টা বলছেন, "গণমাধ্যমের ওপর সরকারের কোনো চাপ নেই" 

মতবিনিময় সভায় টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি উপদেষ্টা নাহিদ ইসলাম

"গণমাধ্যমের ওপর সরকারের কোনো চাপ নেই, এই স্বাধীনতা কাজে লাগিয়ে গণমাধ্যমকে সাহসের সঙ্গে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করতে হবে," মঙ্গলবার (১২ নভেম্বর) দৈনিক সংবাদপত্রের সম্পাদকদের সঙ্গে মতবিনিময় সভায় এই দাবি করেন অন্তর্বর্তীকালীন সরকারের ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি উপদেষ্টা নাহিদ ইসলাম।

তথ্যের অবাধ প্রবাহের ওপর গুরুত্বারোপ করেন তিনি একই সাথে, সঠিক তথ্য প্রচার না হওয়ায় গুজব ও অপতথ্যের দ্বারা মানুষ প্রতিনিয়ত বিভ্রান্ত হচ্ছে বলে উদ্বেগ প্রকাশ করেছেন নাহিদ ইসলাম।

বিগত আওয়ামী লীগ সরকারের সমালোচনা করে এই উপদেষ্টা বলেন, "ওই সময় অনেক গণমাধ্যমকর্মী ভয়ে সত্য ঘটনা প্রকাশ করতে পারেননি। এখন সেই সময় কেটে গেছে।"

মতবিনিময় সভায় সম্পাদকরা বলেন, বর্তমান সময়ে গণমাধ্যমের ওপর সরকারের কোনো হস্তক্ষেপ নেই, যা স্বাধীন সাংবাদিকতার জন্য আশীর্বাদ।

অ্যাক্রিডিটেশন কার্ড বাতিলের ঘটনায় সম্পাদক পরিষদের উদ্বেগ

একই দিন সম্পাদক পরিষদের সভাপতি মাহফুজ আনাম ও সাধারণ সম্পাদক দেওয়ান হানিফ মাহমুদ এক বিবৃতিতে জানান, "ঢালাওভাবে প্রেস অ্যাক্রিডিটেশন কার্ড বাতিলের পদক্ষেপ সংবাদমাধ্যমের স্বাধীনতার জন্য হুমকি ও গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিতের অন্তরায়"।

বিবৃতিতে বলা হয়েছে, "দফায় মোট ১৬৭ জন সাংবাদিকের অ্যাক্রিডিটেশন কার্ড বাতিল করেছে তথ্য অধিদপ্তর (পিআইডি)। এ তালিকায় অনেক পেশাদার ও সক্রিয় সাংবাদিক এবং সম্পাদকের নামও রয়েছে, যা সম্পাদক পরিষদ ও এর সদস্যদের উদ্বিগ্ন করে তুলেছে।"

অক্টোবর ও নভেম্বর মাসে তিন দফায় দেড়শোর বেশি সম্পাদক, সাংবাদিকদের অ্যাক্রিডিটেশন কার্ড বাতিল করেছে তথ্য অধিদপ্তর।