যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জেক সালিভ্যান রবিবার বলেছেন, প্রেসিডেন্ট বাইডেন ইউএস কংগ্রেস এবং নবনির্বাচিত প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের প্রশাসনকে বলবেন, ওয়াশিংটনের ইউক্রেন থেকে সরে আসা উচিত নয়। বুধবার হোয়াইট হাউসে বাইডেন ট্রাম্পের সঙ্গে বৈঠক করবেন।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ইলেক্ট ডনাল্ড ট্রাম্প রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে সাম্প্রতিক দিনগুলোতে কথা বলেছেন বলে যে খবর তা রাশিয়া প্রত্যাখ্যান করে “প্রকৃতই কাল্পনিক” বলে মন্তব্য করেছে। অজ্ঞাত সূত্রের উদ্ধৃতি দিয়ে ওয়াশিংটন পোস্ট প্রথম এই ফোন আলাপের কথা জানায়।
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ডনাল্ড ট্রাম্পকে টার্গেট করে একটি গুপ্তহত্যা পরিকল্পনায় তার দেশের সম্পৃক্ততার অভিযোগ অস্বীকার করেছেন। যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ শুক্রবার ট্রাম্পকে হত্যার ষড়যন্ত্রের কথা প্রকাশ করেছে এবং এর জন্য এক ইরানীকে দায়ী করেছে।