কানাডায় হিন্দু মন্দিরে সহিংসতার পর নয়াদিল্লিতে হিন্দু ও শিখদের বিক্ষোভ

Your browser doesn’t support HTML5

কানাডায় হিন্দুদের একটি মন্দিরে সহিংসতার ঘটনাকে নিন্দা জানাতে হিন্দু ও শিখরা মিছিল করেছে নয়াদিল্লিতে। রবিবার, ১০ নভেম্বর।

হিন্দু-শিখ গ্লোবাল ফোরামের সদস্যরা হিন্দু-শিখ ঐক্যের পক্ষে স্লোগান দিয়ে ভারতের রাজধানীর মধ্যে দিয়ে মিছিল করেছে।

খালিস্তান নামের একটি স্বাধীন শিখ রাষ্ট্রের সমর্থনে কয়েকটি গোষ্ঠী ৩ নভেম্বর বিক্ষোভ-সভা আয়োজন করেছিল। সেই সময় টরন্টোর উপকণ্ঠে ব্রাম্পটনে একটি মন্দিরে সংঘর্ষের ঘটনাটি ঘটে।

নয়াদিল্লির বিক্ষোভকারীরা বলেছে, ওই সহিংসতা রাজনৈতিকভাবে উদ্দেশ্যপ্রণোদিত এবং একজন “প্রকৃত শিখ” কখনও কোনও ধর্মস্থানে হামলা করবে না।

বিক্ষোভকারীদের কেউ কেউ পুলিশের ব্যারিকেড অতিক্রম করে কানাডিয়ান হাই কমিশনের দিকে মিছিল করার চেষ্টা করে। পুলিশ তাদের আটকে দেয়। (রয়টার্স)