মোস্তফা সরয়ার ফারুকীসহ আরও তিনজনকে উপদেষ্টা পরিষদে নিয়োগ

বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের ৩ নতুন উপদেষ্টা (বাঁ দিক থেকে) মোস্তফা সরয়ার ফারুকী, মাহফুজ আলম এবং সেখ বশির উদ্দিন। ফাইল ফটো।

বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা হিসেবে রবিবার (১০ই নভেম্বর) চলচ্চিত্র পরিচালক মোস্তফা সরয়ার ফারুকীসহ আরও তিনজন শপথ নিয়েছেন।

অন্য উপদেষ্টারা হলেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মাহফুজ আলম এবং ব্যবসায়ী সেখ বশির উদ্দিন।

এ নিয়ে এই সরকারের উপদেষ্টার সংখ্যা দাঁড়িয়েছে ২৪ জনে।

সন্ধ্যায় বঙ্গভবনের দরবার হলে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসসহ ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তাদের উপস্থিতিতে এ শপথ অনুষ্ঠিত হয়।

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন তাদের শপথ বাক্য পাঠ করান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মন্ত্রিপরিষদ সচিব শেখ আব্দুর রশীদ।

গত ৫ অগাস্ট প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের পতন হবার পর রাষ্ট্রপতি মুহাম্মদ ইউনূসকে প্রধান উপদেষ্টা নিয়োগ করে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করেন।

ইউনূস সহ ১৭ সদস্যের উপদেষ্টা পরিষদ ৮ অগাস্ট শপথ গ্রহণ করেন। পরে আরও চারজনকে উপদেষ্টা পরিষদে অন্তর্ভুক্ত করা হয়।