নিহত চিকিৎসকের জন্য প্রতিবাদ অব্যাহত রাখার অঙ্গীকার করেছেন ভারতীয় চিকিৎসকরা

Your browser doesn’t support HTML5

২০২৪ সালের আগস্টে ধর্ষিত ও নিহত একজন চিকিৎসকের বিচারের দাবিতে শনিবার ৯ নভেম্বর পূর্ব ভারতের কলকাতা শহরে শত শত চিকিৎসক রাস্তায় নেমে মিছিল করেছেন।

একজন জুনিয়র ডাক্তার বলেছেন, প্রতিবাদকারীরা ভুক্তভোগীর বিচার না হওয়া পর্যন্ত প্রতিবাদ চালিয়ে যাওয়ার অঙ্গীকার করেছেন।

এর আগে, ভুক্তভোগীর বাবা-মায়ের আবেদন এবং রাজ্যের প্রধান মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে একটি বৈঠকের পরে ডাক্তারদের একটি দল ১৭ দিনের অনশন প্রত্যাহার করেছিল যেখানে তারা নিরাপদ কর্মক্ষেত্রের শর্ত দাবি করেছিল।

আগস্টের শুরুতে ডাক্তারের ধর্ষণ ও হত্যা সেই মাসে এবং পরবর্তীতে সেপ্টেম্বরে দেশব্যাপী বিক্ষোভের জন্ম দেয়। এই অপরাধে এক পুলিশ স্বেচ্ছাসেবককে গ্রেপ্তার করা হয়েছে।

রয়টার্স