স্পেনে বন্যা; ফুটবল মাঠে গাড়ির সারি

Your browser doesn’t support HTML5

ভয়াবহ আকস্মিক বন্যার পরে স্পেনের ভ্যালেন্সিয়ায় ফুটবল মাঠগুলিকে গাড়ি রাখার জায়গায় রূপান্তরিত করা হয়েছে। বৃহস্পতিবার, ৮ নভেম্বর।

এই উদ্যোগের লক্ষ্য হল, হাজার হাজার বিধ্বস্ত গাড়ি থেকে রাস্তাগুলিকে মুক্ত রাখা। গাড়ির ভাঙাচোরা যন্ত্রাংশ এখনও স্তুপীকৃত হয়ে রয়েছে এবং সাফাই অভিযান চলছে।

এই গাড়িগুলি অনেক বাসিন্দার জন্য প্রাণঘাতি ফাঁদ। কাদা ও জলের এক ধরনের সুনামির কবলে পড়ে তারা হঠাৎ ভেসে গেছেন। (এপি)