অ্যামস্টারডামে ইসরায়েলি ফুটবল অনুরাগীদের সঙ্গে ফিলিস্তিনপন্থী বিক্ষোভকারীদের সংঘর্ষ

Your browser doesn’t support HTML5

ইসরায়েলি ফুটবল অনুরাগীরা অ্যামস্টারডামে বাতি জ্বালিয়ে, গান গেয়ে, নেচে ও চিৎকার করে উদযাপন করেছে তাদের বিজয়। এই রাতেই এই ফুটবল অনুরাগীদের সঙ্গে ফিলিস্তিনপন্থী বিক্ষোভকারীদের সংঘর্ষ হয়েছে বলে জানা গেছে। বৃহস্পতিবার, ৭ নভেম্বর।

ইউরোপা লীগে ম্যাকাবি ও অ্যাজাক্স অ্যামস্টারডামের মধ্যে ম্যাচ দেখতে যাচ্ছিল যখন ইসরায়েলি ফুটবল অনুরাগীরা তখন সেখানে ব্যাপক নিরাপত্তার ব্যবস্থা ছিল।

ম্যাচের পর শহরের প্রাণকেন্দ্রে ইসরায়েলি অনুরাগী ও ফিলিস্তিনপন্থী বিক্ষোভকারীদের মধ্যে সংঘর্ষ বাধে বলে জানা গেছে।

অ্যামস্টারডাম পুলিশের বক্তব্য অনুযায়ী, ‘ইহুদি-বিদ্বেষী’ হামলার পর ১০ জনকে হেফাজতে নেওয়া হয়েছে।

কর্মকর্তাদের বক্তব্য অনুযায়ী, কাউকে জিম্মি করে নিয়ে যাওয়ার চিহ্ন নেই এবং কেউ নিখোঁজও নয়। (রয়টার্স)

গত বছরের ৭ অক্টোবর হামাস দক্ষিণ ইসরায়েলে হামলা চালিয়ে ১,২০০ জন ইসরায়েলিকে হত্যা এবং প্রায় ২৪০ জনকে জিম্মি করার পর হামাস-ইসরায়েল যুদ্ধের সূচনা হয়।⁣

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের মতে, ইসরায়েলের পাল্টা আক্রমণ ও বোমাবর্ষণ ৩৮,০০০-এরও বেশি ফিলিস্তিনিকে হত্যা করেছে। নিহতদের সিংহভাগ নারী এবং শিশু।⁣

যুক্তরাষ্ট্র ১৯৯৭ সালে হামাসকে সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত করে। ইসরায়েল, মিশর, ইউরোপীয় ইউনিয়ন এবং জাপানও হামাসকে সন্ত্রাসী গোষ্ঠী হিসেবে বিবেচনা করে।⁣

👉 আরও পড়ুন: https://www.voabangla.com/a/7857135.html

বিস্তারিত জানার জন্য আমাদের বায়ো বা আমাদের সম্পর্কে বর্ণনার জায়গাটি দেখুন।