যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প তার ডি-ফ্যাক্টো ক্যাম্পেইন ম্যানেজার সুজি ওয়ালসকে হোয়াইট হাউজের চিফ অব স্টাফ হিসাবে বেছে নিয়েছেন। তিনি হবেন প্রথম নারী যিনি প্রভাবশালী এই পদটিতে অধিষ্ঠিত হতে যাচ্ছেন। ওয়ালস দীর্ঘদিনের রিপাবলিকান সদস্য যিনি ২০১৬ এবং ২০২০ সালের নির্বাচনে ট্রাম্পের শীর্ষ উপদেষ্টা হিসেবে কাজ করেছেন।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন বৃহস্পতিবার বলেছেন, নবনির্বাচিত প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের টিমের সঙ্গে তার টিম “শান্তি পূর্ণ ও সুশৃঙ্খলভাবে ক্ষমতা হস্তান্তর” নিশ্চিত করতে কাজ করবে। নির্বাচনে ট্রাম্পের জয়ের পর বাইডেন আমেরিকানদের “উদ্বেগ কমানোর” আহ্বান জানান।
ফেডারেল রিজার্ভ বৃহস্পতিবার তার মূল সুদের হার এক চতুর্থাংশ পয়েন্ট কমিয়েছে। যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক যে চাকরির বাজারকে চাঙ্গা করার পাশাপাশি মুদ্রাস্ফীতি কমানোয় আবারও মনোনিবেশ করেছে এটা তারই প্রতিফলন। ফেডারেল রিজার্ভের চেয়ারম্যান জেরোমে পাওয়েল সাংবাদিকদের বলেছেন যে এই সপ্তাহের নির্বাচনের ফলাফলের পরে খুব শীঘ্রই নীতি পরিবর্তন করার কোনও পরিকল্পনা তাদের নেই।