বন্যাকবলিত শহর পরিদর্শনে স্পেনের রাজপরিবার সদস্যরা; বিক্ষোভকারীদের কাদা ছোঁড়াছুড়ি, গালিগালাজ

Your browser doesn’t support HTML5

গত সপ্তাহের মারাত্মক বন্যায় বিপুল ভাবে ক্ষতিগ্রস্ত ভ্যালেন্সিয়া শহরতলিতে স্পেনের রাজা ফিলিপ, রানী লেটিজিয়া এবং প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজের সফরের সময় সেখানকার শত শত বাসিন্দা ৩ নভেম্বর রবিবার বিক্ষোভ প্রদর্শন করে। কেউ কেউ তাদের দিকে কাদা নিক্ষেপ করে।

স্পেনের পূর্বাঞ্চলে ভয়াবহ বন্যায় অন্তত ৮৯ জন নিখোঁজ রয়েছেন। দেশটির প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ জানান, তিনি ক্ষতিগ্রস্তদের সহায়তার জন্য ১ হাজার ৬০ কোটি ইউরো বরাদ্দ করেছেন।

গত সপ্তাহে ভারী বৃষ্টিপাতের ফলে জলপথ উপচে পড়ার পরে এখন পর্যন্ত ২১৭ জন মারা গেছেন বলে নিশ্চিত হওয়া গেছে। ভারী বৃষ্টিপাতের ফলে ভ্যালেন্সিয়া শহরের দক্ষিণে শহরতলিতে আকস্মিক বন্যার সৃষ্টি করেছে, গাড়ি এবং সেতু ভেসে গেছে এবং বাড়িঘর এবং ভূগর্ভস্থ কার পার্কগুলো প্লাবিত হয়েছে। (রয়টার্স)