নেতানিয়াহু তার প্রতিরক্ষামন্ত্রীকে বরখাস্ত করলেন

জনপ্রিয় প্রতিরক্ষামন্ত্রী ইয়ভ গ্যালান্টকে বরখাস্ত করার পর ইসরায়েলিরা আগুন ধরিয়ে বিক্ষোভ করছেন (৫ নভেম্বর, ২০২৪)

মঙ্গলবার জনপ্রিয় প্রতিরক্ষামন্ত্রী ইয়ভ গ্যালান্টকে বরখাস্ত করেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এই পদক্ষেপের বিরোধিতা করতে সমগ্র ইসরায়েলজুড়ে হাজার হাজার মানুষ জমায়েত হয়ে বিক্ষোভে অংশ নিয়েছেন।

নেতানিয়াহু যখন হামাসের ওপর ইসরায়েলি সামরিক বাহিনীর চাপ অব্যাহত রাখছিলেন, তখন গ্যালান্ট ২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েলের বিরুদ্ধে হামাসের হামলার সময় অপহৃত জিম্মিদের বাড়িতে ফিরিয়ে আনার জন্য অন্তত সাময়িক চুক্তির বিষয়েও বারবার আহ্বান জানিয়ে আসছিলেন।

মঙ্গলবার এক বিবৃতিতে নেতানিয়াহু জানান, গ্যালান্ট ও তার মধ্যে যে আস্থার সম্পর্ক ছিল, তা গাজার যুদ্ধের অগ্রগতির সঙ্গে সঙ্গে উবে গেছে।

“গত কয়েক মাসে সেই আস্থার ক্ষয় হয়েছে। উদ্ভূত পরিস্থিতির আলোকে, আজ আমি প্রতিরক্ষামন্ত্রীর মেয়াদ বাতিলের সিদ্ধান্ত নিয়েছি”, বলেন নেতানিয়াহু।

নেতানিয়াহু বলেন, “যুদ্ধের সময়ে অন্য যেকোনো সময়ের তুলনায় দেশের প্রধানমন্ত্রী ও প্রতিরক্ষামন্ত্রীর মধ্যে সম্পূর্ণ আস্থার সম্পর্ক থাকা প্রয়োজন” । তিনি আরও জানান, গাজার “অভিযানের ব্যবস্থাপনা কৌশল নিয়ে আমার আর গ্যালান্টের মধ্যে উল্লেখযোগ্য পরিমাণ ব্যবধান চিহ্নিত হয়েছে।এসব ব্যবধান দূর করার জন্য অনেকবার চেষ্টা চালানো সত্ত্বেও তা বাড়তে থাকে”।

গ্যালান্টের মতো জিম্মিদের পরিবারের সদস্যরাও তাদের প্রিয়জনদের বাড়িতে ফিরিয়ে আনার চুক্তি করার জন্য আহ্বান জানিয়ে আসছিলেন। তারা বড় আকারে বিক্ষোভের আয়োজন করেন এবং নেতানিয়াহুকে গাজায় আটকে থাকা জিম্মিদের জীবনের চেয়ে নিজের পদের মূল্য বেশি দেওয়ার জন্য অভিযুক্ত করেন।

দ্য হোস্টেজেস অ্যান্ড মিসিং ফ্যামিলিস ফোরাম মঙ্গলবার এক বিবৃতিতে বলছে, “আমরা আশা করব নতুন প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল ক্যাটজ জিম্মি মুক্তির চুক্তিকে প্রাধান্য দেবেন এবং মধ্যস্থতাকারী ও আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করে সকল জিম্মির শিগগির মুক্তি নিশ্চিত করবেন।”

এই প্রতিবেদনের কিছু তথ্য এপি ও এএফপি থেকে নেওয়া হয়েছে।